নিজস্ব প্রতিবেদক: পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে আজ রোববার (০১ জানুয়ারি) খুলনা জেলার পাইকগাছা উপজেলায় অবস্থিত পরিবেশগত ছাড়পত্র/নবায়নবিহীনভাবে পরিচালিত ৬টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৫লক্ষ ৫০ হাজারটাকা জরিমানা আদায় করা হয়।

ভাটাগুলো হলো-আল্লার দান ব্রিকস ১ লক্ষ, সামিনা ব্রিকস ১লক্ষ, বিবিএস ব্রিকস ১লক্ষ, এএসএম ব্রিকস১ লক্ষ, মেসার্স সরদার ব্রিকস ৫০ হাজার ও ফাইভ স্টার ও এন এস বি ব্রিকসকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসিফুর রহমান মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ উপস্থিত ছিলেন।
খুলনা জেলার পাইকগাছা থানার পুলিশ সদস্যবৃন্দ এবং সাতক্ষীরা আশাশুনি উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ সুরক্ষা/বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
Post Views: 288




