ঢাকা ব্যুরো: ১৯ নভেম্বর ২০২২, আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে পুরুষ নির্যাতন দমন আইন ও নারী নির্যাতন মামলা সংশোধনি দাবীতে মানববন্ধন করেছেন বাংলাদেশ-জার্মান হেল্প ফর ম্যান। এ সময় সংগঠনটির ঢাকা মহানগরের আহ্বায়ক আলিফ মহিউদ্দিন বলেন তদন্ত ছাড়া নারী নির্যাতন মামলায় কাউকে যেন গ্রেপ্তার করা না হয়।
মানববন্ধনে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক নীলফামারী জেলার মোরসালিন বাবু, ব্যবসায়ী রমজান আহমেদ, জাহেদ আহমেদ, আল আমিন, সুমেল আহমেদ, ইউসুফ আহমেদ, হান্নান আহমেদ মাসুদ আহমেদ, মো: সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সংগঠনটির চেয়ারম্যান প্রকৌশলী মাজহারুল মান্নান মিয়া বলেন, মিথ্যা নারী নির্যাতন মামলায় তদন্ত ছাড়া গ্রেপ্তার করে পুরুষদের (আমাদের) সমাজে ছোট করা হচ্ছে যা আমাদের সাজানো-গোছানো সংসার শেষ করে দিচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরুষ ও সন্তানরা। এ জন্য লিঙ্গ নিরপেক্ষ আইন ও পুরুষ নির্যাতন দমন আইন করার দাবি জানাচ্ছি।
প্রবাসী ভাইয়েরা সব থেকে বেশি এই মামলার শিকার হয় এরকম হাজারো প্রবাসীর ঘটনা সারা বাংলাদেশে হচ্ছে যা মিডিয়াতে আসে না, পুরুষের নীরব কান্না কেউ শোনে না পুরুষদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই আমি সরকারকে আন্তর্জাতিক পুরুষ দিবস অবিলম্বে পুরুষ নির্যাতন দমন আইন ও একই সাথে নারী নির্যাতন মামলার সংশোধন করার দাবি জানাচ্ছি।




