আবিদুর রহমান বাবুল, চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ শনিবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় দোহাজারী জামিজুরী আবদুর রহমান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন শুভ উদ্বোধন উপলক্ষে অভিভাবক সমাবেশ বিদ্যালয় ম্যানের্জিং কমিটি ও ছাত্র-ছাত্রী শিক্ষকের উদ্যোগে আলোচনা সভা বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি সভাপতি বশির উদ্দিন মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নজরুল ইসলাম চৌধুরী এমপি।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য নবাব আলী ও শিক্ষিকা বাণুশ্রীর যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রতন কুমার শাহা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক জাফর আহমেদ,দোহাজারী পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুস শুক্কুর, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আনিসুর রহমান, নুর মোহাম্মদ, জাফর আহমদ, দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্ত্তী, নুর মোহাম্মদ চৌধুরী, সাংবাদিক নাছির উদ্দিন বাবলু প্রমুখ।
প্রধান অতিথি নজরুল ইসলাম চৌধুরী (এম.পি) বলেন, শিক্ষায় জাতির মেরুদন্ড। যে জাতি যত বেশি শিক্ষিত তত বেশি উন্নত। পৃথিবীতে উন্নত জাতির প্রতিষ্ঠিত হওয়ার পিছনের ইতিহাস শিক্ষার দখল দারিত্ব। আমাদের ছেলে মেয়েকেও শিক্ষায় শিক্ষিত হতে হবে। তবে সু-শিক্ষায় হচ্ছে উন্নতির বাহন। ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও শিক্ষিত করতে হবে। তাদের অবহেলা করা যাবে না। বর্তমান বাংলাদেশে ছেলেদের সাথে মেয়েরাও লেখাপড়া শিক্ষায় পাল্লা দিয়ে চলেছে।
তিনি আরো বলেন, মেয়েদের শিক্ষার ব্যাপারে সরকার ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে। বিদ্যালয়ে অধ্যায়নরত মেয়েদের উপবৃত্তি প্রদান, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই প্রদান, নিয়মিত পাঠদান ইত্যাদি সরকার মনোযোগ সহকারে প্রত্যক্ষ করে শিক্ষা ব্যবস্থার পরিচালনা করে থাকেন। বর্তমানে ছাত্র-ছাত্রীদের সিদ্ধান্ত নিতে হবে জীবনে তারা কি হবে? মনে রাখতে হবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ৪১ সালের রুপকল্প বাস্তবায়নে ভবিষ্যত গড়ে উঠা ছাত্রছাত্রীদের নেতৃত্ব দিতে হবে।
তিনি ছাত্র ছাত্রীদের উপস্থিত পিতা মাতাদের নিজ নিজ ছেলেমেয়েদের দেখ-বাল করে মানুষ করার সু-ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত এরপর ছাত্রীদের উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।




