লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া এলাকায় সড়ক দূর্ঘটনায় আনন্দ ভ্রমণের বাসের দু’যাত্রীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। আজ শুক্রবার (১১ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটেছে লোহাগাড়া উপজেলার চুনতি হাজী রাস্তা মাথা এলাকায়। এ ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছে বলে এক সূত্র জানায়। আনন্দ ভ্রমণের যাত্রীরা চট্টগ্রাম মহানগর থেকে সৌদিয়া পরিবহনের একটি বাস নিয়ে যাচ্ছিলেন কক্সবাজারের উদ্দেশ্যে।
সূত্র মতে, বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে বড় আকারের একটি গাছের সাথে আঘাত করে। ফলে হতাহতের এ ঘটনা ঘটে। দূর্ঘটনার পর আশংকাজনক অবস্থায় দু’যাত্রীকে তাৎক্ষণিকভাবে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়। আহতদেরকে বিভিন্ন বেসরকারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে, কারো নাম-ঠিকানা পাওয়া যায়নি।
দূর্ঘটনায় নিহতরা হলেন, হাটহাজারী বালুছড়া অক্সিজেন এলাকার নূর মোহাম্মদ আবু বকরের পুত্র মো. সাখাওয়াত ছিদ্দিক (৩৫) ও বোয়ালখালীর হাবিলাশদ্বীপ এলাকার রূপক ভট্টাচার্ষের পুত্র অভিজিত ভট্টাচার্য (৩৫)।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফান জানান, নিহতদের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনা কবলিত বাস হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার পর বাস চালক ও সহকারী আত্মপোগনে চলে গেছে। এ ব্যাপারে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে হাইওয়ে থানা পুলিশ জানায়।



