প্রেস বিজ্ঞপ্তি: র্যাব-5, রাজশাহীর বিশেষ অভিযানে ১ কেজি ২৬০ গ্রাম হেরোইন,৪শ বোতল ফেন্সিডিল, নগদ ১৪ হাজার টাকা ও ৩টি মোবাইলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব- 5, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল নাটোর জেলার লালপুর থানাধীন গোপালপুর গ্রামে লালপুর টু বনপাড়া রাস্তায় অপারেশন পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। আটককৃতরা হলেন-গাড়ীর মালিক মোঃ জয়নাল হোসেন, ড্রাইভার মোঃ শরিফ মিয়া (৩৩) ও হেলপার মোঃ নাজির হোসেন (২৭)।
দীর্ঘদিন যাবৎ একটি মাদক চোরাচালান চক্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করছিল। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার লালপুর হতে ১ টি বালু ভর্তি ডাম্পার ট্রাকে বালুর আড়ালে অবৈধ মাদকদ্রব্যসহ বনপাড়ার দিকে আসছে। বিষয়টি জানা মাত্রই র্যাব নাটোর জেলার লালপুর থানাধীন গোপালপুর গ্রামস্থ রেল ক্রসিং এর আনুমানিক ২০০ গজ দূরে লালপুর হতে বনপাড়াগামী পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করেন।
চেকপোষ্ট পরিচালনাকালীন সময়ে ঘটনাস্থলে ১ টি সাদা-হলুদ রংয়ের সিঙ্গেল কেবিন ডাম্পার ট্রাক আসলে থামানোর জন্য সংকেত দেওয়া মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ জন ডাম্পার ট্রাকের দরজা খুলে কৌশলে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থলেই বালু ভর্তি ডাম্পার ট্রাকসহ ৩ জন ব্যক্তিকে আটক করা হয়।
উক্ত অভিযানে, হেরোইন-১ কেজি ২৬০ গ্রাম, ফেন্সিডিল-৪০০ বোতল,ডাম্পার ট্রাক-১টি, গাড়ীর কাগজ ১ সেট, নগদ ১৪ হাজার টাকা, ৩টি মোবাইল উদ্ধার করেন এবং আসামী গাড়ীর মালিক মোঃ জয়নাল হোসেন পিতা-মৃত ইদ্রিস ফকির, সাং-পাঁচরুখি, থানা-আড়াইহাজার, ড্রাইভার মোঃ শরিফ মিয়া (৩৩), পিতা-মোঃ ছাদত আলী, হেলপার মোঃ নাজির হোসেন (২৭), পিতা-মৃত আব্দুস সালাম মোল্লা, উভয় সাংমঠখোলা, থানা-রুপগঞ্জ, সর্ব জেলা- নারায়নগঞ্জ ‘কে গ্রেফতার করেন।
ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
Post Views: 298




