দি ক্রাইম ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ৫৫ বছরের জীবনের প্রায় এক-চতুর্থাংশ সময় কারাগারেই কাটিয়েছেন। পাকিস্তান শাসনামলের ২৩ বছরে বঙ্গবন্ধু ১৮ বার জেলে গেছেন, প্রায় ১৩ বছর কেটেছে কারাগারে। বঙ্গবন্ধুর অবর্তমানে একজন সাধারণ গৃহবধূ হয়েও মামলা পরিচালনা, দলকে সংগঠিত করা, কর্মীদের সহায়তা, আন্দোলনের দিকনির্দেশনাসহ প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার স্বাক্ষর রেখেছেন বঙ্গবন্ধুর রেণু। যিনি ছিলেন বঙ্গবন্ধুর অনুপ্রেরণাদায়ী। কালের পরিক্রমায় যিনি বেগম ফজিলাতুন নেছা মুজিব থেকে এখন জাতির ‘বঙ্গমাতা’র আসনে আসীন। টুুঙ্গিপাড়ার খোকা থেকে শেখ মুজিব, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, আর বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে ওঠার পেছনে যার অবদান অনস্বীকার্য, আজ তার ৯২তম জন্মবার্ষিকী। বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু তার ‘অসমাপ্ত আত্মজীবনী’তেও সংসার ও রাজনীতির কর্মময় জীবনের বর্ণনায় বারবার স্ত্রীর নাম উচ্চারণ করেছেন। ছাত্ররাজনীতির সঙ্গে সরাসরি জড়িত শেখ মুজিবের যখনই অতিরিক্ত অর্থের দরকার হতো তখনই নিজের পিতৃসম্পত্তি থেকে অর্জিত অর্থ বিনা দ্বিধায় প্রেরণ করতেন রেণু। জেলখানায় বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাতের সময় তিনি সব পরিস্থিতি জানাতেন এবং বঙ্গবন্ধুর কাছ থেকে যেসব দিকনির্দেশনা নিয়ে আসতেন, সেগুলো তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের কাছে পৌঁছে দিতেন। কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একাধিকবার স্মৃতিচারণে বলেছেন, বঙ্গবন্ধুর পাশে থেকে আন্দোলন-সংগ্রামে প্রেরণা জুগিয়েছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। আওয়ামী লীগের দুঃসময়ে নেতাকর্মীদের সাহস দিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে তার ছিল অনন্য ভূমিকা। বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন যোগ্য ও বিশ্বস্ত সহচর এবং বাঙালির মুক্তিসংগ্রামের সহযোদ্ধা ছিলেন তিনি। বঙ্গমাতা অসাধারণ বুদ্ধি, সাহস, মনোবল, সর্বসংহা ও দূরদর্শিতার অধিকারী ছিলেন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেন তিনি। কখনোই সাহস হারাননি। আমৃত্যু বঙ্গবন্ধুর পাশে থেকে শক্তি, সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন ফজিলাতুন নেছা মুজিব।
১৯৩০ সালের ৮ আগস্ট জন্মগ্রহণকারী শেখ ফজিলাতুন নেছা মুজিব বেঁচে থাকলে আজ ৯৩ বছরে পা রাখতেন তিনি। কিন্তু তিনি যে স্বামী অন্তঃপ্রাণ আপাদমস্তক বাঙালি নারীর প্রতিকৃতি। পিতৃহন্তারকের সামনে দাঁড়িয়ে শেষ সাহসী উচ্চারণ করলেন বঙ্গবন্ধুর রেণু, তোমরা ওকে শেষ করে দিয়েছ, আমাকে আর বাঁচিয়ে রেখ না। পঁচাত্তরের পনের আগস্ট ঘাতকের নির্মম বুলেটে এক হয়ে মিশে গোটা ছাপ্পান্ন হাজার বর্গমাইলকেই রক্তাক্ত করেছে বঙ্গবন্ধুর রক্ত, বঙ্গমাতার রক্ত।
কর্মসূচি: বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে আজ সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা পদক’ বিতরণ করা হবে। ভার্চুয়ালি এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল ৮টায় বনানী কবরস্থানে ফজিলাতুন নেছা মুজিবের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আওয়ামী লীগ। যথাযথ মর্যাদায় বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালনের জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।




