নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে পরিবহন ধর্মঘট আহ্বান করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন মালিক গ্রুপ। আজ শনিবার (০৬ আগস্ট) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন।
আহুত পরিবহন ধর্মঘট প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় বিধান করে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। কিন্তু এই জ্বালানি তেলকে কেন্দ্র করেই চলে গণপরিবহন। গণপরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট কারও সঙ্গে কোনো আলোচনা না করে এমন সিদ্ধান্ত নিতে পারে না সরকার। তাই আজ শনিবার সকাল থেকে পরিবহন ধর্মঘট ডেকেছি আমরা।
Post Views: 259




