ঈদগাঁও : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুই শতাধিক কুরবানীর পশু বিতরণ করেছে জেলা প্রশাসন। গতকাল বিভিন্ন সমাজ কমিটির নিকট কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। গতকাল গভীর রাত পর্যন্ত এবং এর আগের দিন বিকেলে শহরের সাংস্কৃতিক কেন্দ্র থেকে কুরবানীর পশু বুঝিয়ে দেয়া হয় উপকারভোগীদের।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজের উপস্থিতিতে গরু-ছাগল হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) নাসিম আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া, পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান জাহিদ খানসহ সংশ্লিষ্টরা। ইসলামিক রিলিফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় জেলার বিভিন্ন এতিমখানা, শিশু সদন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দেকে পশু হস্তান্তর করে জেলা প্রশাসন। অন্যদিকে আজ শহরের বিভিন্ন সমাজ কমিটির নেতৃবৃন্দকে কাঁচা মাংস বিতরণ করা হয়েছে।




