দি ক্রাইম ডেস্ক: পটিয়া উপজেলায় যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার এক বন্ধু গুরুতর আহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে ইন্দ্রপুল বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ইমতিয়াজ মাহমুদ ইমন (২২)। তিনি চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চননগর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোস্তাক আহমদের ছেলে। আহত ব্যক্তির নাম মো. নয়ন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইমন ও নয়ন মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহর থেকে নিজ গ্রাম চন্দনাইশে ফিরছিলেন। পথে পটিয়া ইন্দ্রপুল বাইপাস এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী মিনিবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুজন সড়কে ছিটকে পড়েন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নয়নকে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. চক্রবর্তী ইমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর মিনিবাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা সেটি আটকায়। তবে চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিনিবাসটি জব্দ করে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। পলাতক চালককে আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।




