নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পেছনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাহাত আমিন রাব্বি (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে রাব্বির ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। এ সময় হামলাকারিরা রাব্বির শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাব্বিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) মুকুর চাকমা বলেন, ছুরিকাঘাতে আহত একজনকে হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। কেন তাকে হত্যা করা হয়েছে, তা জানার চেষ্টা চলছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।



