মো. রেজাউল করিম: বৃহত্তর ইদগাঁও সমিতি- ঢাকা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের সাবেক সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, সাবেক যুগ্ন সচিব এ কে এম মোহাম্মদ হোসাইন ( আইন মন্ত্রণালয়), ড.মোহাম্মদ মোস্তফা কামাল ( পরিচালক- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) সহ ঢাকায় বসবাসরত বৃহত্তর ইদগাঁওর বিশিষ্ট ব্যক্তিবর্গ ও উক্ত সমিতির ওয়ার্কিং কমিটির সদস্যবৃন্দের সম্মতি ও সিদ্ধান্ত মোতাবেক ‘বৃহত্তর ইদগাঁও সমিতি- ঢাকার ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ৫৭ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদের অনুমোদন দেয়া হয়েছে।
নির্বাহী পরিষদে রয়েছেন সভাপতি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক, নায়েমের সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক ডক্টর মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক বৃহত্তর ঈদগাঁও সমিতির সাবেক আহবায়ক ব্যারিস্টার নুরুল আজিম, সাংগঠনিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, কক্সকেয়ারের মহাপরিচালক মোহাম্মদ রাশেদুল হক রাশেল।
যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ এবং আরেক যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম সামাদ।



