ক্রীড়া প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক অনূর্ধ্ব- ১৭ এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা অনূর্ধ্ব-১৭ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা গতকাল বিকালে উদ্বোধন করেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবি, রোয়াংছড়ির ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বান্দরবানের মানুষের ক্রীড়ামোদী মনোভাবের প্রশংসা করে জেলার ক্রীড়াঙ্গণের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সুরাইয়া আক্তার সুইটি।
উদ্বোধনী ম্যাচে আলীকদম উপজেলা বালিকা অনূর্ধ্ব-১৭ দল ৫-০ গোলে রোয়াংছড়ি উপজেলা দলকে পরাজিত করে।
Post Views: 305




