দক্ষিণ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৫।
রবিবার সকাল ৮ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার দোহাজারী পৌরসভাস্থ দেওয়ান হাট জাসিম কনভেনশন হল সংলগ্ন সড়কে ২ সিএনজির মুখোমুখি সংঘর্সে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় সিএনজি চালক মোহাম্মদ ইউসুফ ঘটনাস্থলে নিহত হন। আহত সিএনজির পাঁচ যাত্রী হলো রুজি আক্তার, মোহাম্মদ রফিক, সেকেন্দার আলী, মো. বাবু, মো. আজিজ, আব্দুল লতিফ।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দোহাজারী হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত মোহাম্মদ ইউসুফ সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের নুরুল আলমের ছেলে বলে জানা যায়।
সিএনজি দুইটি দোহাজারী হাইওয়ে থানা জব্দ করে। দোহাজারী হাইওয়ের থানার কর্তব্যরত অফিসার সুমন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Post Views: 305




