লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় সবজিভর্তি পিকআপের (মিনিট্রাক) চাপায় বাই সাইকেল আরোহী সাফইফুল ইসলাম (২২) নামে তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
উপজেলার চুনতি ইউনিয়নে ডাকবাংলো সংযোগ সড়কের মাথায় চট্টগ্রাম শহরমুখী (চট্ট-মেট্রো-ন-১১-৫৪৫৩) পিকআপের চাপায় এ বাইসাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারায়।
বুধবার ( ১ জুন) সকাল সাড়ে ৯টায় ঘটেছে এ দূর্ঘটনা। চুনতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রমতে, বাইসাইকেল আরোহী ঘটনাস্থলে ডাকবাংলো সংযোগ সড়কে প্রবেশের সময় পিকআপের চাপায় পড়ে। নিহত সাইফুল ইসলাম চুনতি ৩নম্বর ওয়ার্ডের আদর্শ পাড়ার বদিয়র রহমানের পুত্র।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মকসুদ আহমেদ জানান, দূর্ঘটনা কবলিত ট্রাক ও চালক নুরুন্নবী সোহেল পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের লাশ স্বজনদেও নিকট হস্তান্তর করা হয়েছে।




