নরসিংদী প্রতিবেদক: নরসিংদী রেলস্টেশনে তরুণীকে আধুনিক পোশাককে কেন্দ্র করে হেনস্তাকারী সেই নারীকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম- মার্জিয়া আক্তার। রবিবার মধ্যরাতে শিবপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার বিরুদ্ধে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইমায়েদুল জাহেদী বাদী হয়ে গত শনিবার ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করেন।
গত ১৮ মে ভাের পাঁচটায় ট্রেনে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ভিকটিম ও তার বন্ধু নরসিংদী রেল স্টেশনের ১নং প্লাটফর্মে আসেন। এ সময় স্টেশনে উপস্থিত ২ জন নারী ও ৮-১০ জন পুরুষ ভিকটিমের পরনের পােশাক নিয়ে অশালীন মন্তব্য, গালিগালাজ ও একপর্যায়ে ভিকটিমের পােশাক টানাহেঁচড়া করে হেনস্তা করেন। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ যাচাই করে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ইসমাইল নামে এক বখাটেকে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আটক করে। পরে তাকে নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে।



