রাঙ্গামাটি প্রতিনিধি: কাপ্তাই লেকে মাছের প্রজনন সময়ে মাছ ধরা নিষিদ্ধ করা সত্বেও প্রতিনিয়ত স্থানীয় জেলেরা লোভ সংবরণ করতে না পেরে গোপনে মাছ ধরা অব্যহত রেখেছে। আজ শুক্রবার (২৭ মে) সকালে রাঙ্গামাটি চক্রপাড়া এলাকায় বিএফডিসি টীম ও নৌ-পুলিশের এক যৌথ অভিযান পরিচালনা করেন।
রাঙ্গামাটি বিএফডিসি’র ব্যবস্থাপক লে. কমান্ডার মোহাম্মদ তৌহিদুল ইসলাম এর নির্দেশনায় এ বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে ১ টি কাঠের নৌকা ও ১ টি কেচকি জাল উদ্ধার করা হয়।
বিএফডিসি’র ব্যবস্থাপক লে. কমান্ডার মোহাম্মদ তৌহিদুল ইসলাম দি ক্রাইমকে জানান, কাপ্তাই লেকে মাছ ধরা বন্ধকালীন সময়ে এ বিশেষ অভিযান চলমান থাকবে।
Post Views: 281



