ফোর এইচ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশের নীট শিল্পের বরপুত্র জি.এস. জামিল দেশের নীট পোশাক ও ফেব্রিক্স রপ্তানীশিল্পে অনন্য অবদানের স্বীকৃতিস্বরুপ ২০১৭-১৮ অর্থবছরে মেসার্স ফোর এইচ ফ্যাশন লিঃ এবং মেসার্স ফোর এইচ ডাইং এন্ড প্রিন্টিং লিঃ এর পক্ষে জাতীয় রপ্তানী ট্রফি রৌপ্য ও ব্রোঞ্জ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রেসিডেন্ট মোঃ আবদুল হামিদ এর ভার্চুয়াল উপস্থিতিতে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এম.পি’র হাত হতে ট্রফি গ্রহণ করেছেন।
উল্লেখ্য যে, ইতিপূর্বে জি.এস.জামিল একাধিকবার একই ক্যাটাগরীতে স্বর্ণপদক সহ গত ১৪ বছর টানা বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি(সি.আই.পি) ষ্ট্যাটাস ওন করছেন।
Post Views: 502




