নিজস্ব প্রতিবেদক: পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান ইমনের উপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রধান অভিযুক্ত আসামি আসিফ হায়দারকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিকেলে পাথরঘাটা ইকবাল রোড এলাকা থেকে র্যাব-৭ ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে আসিফকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন, হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনার প্রধান অভিযুক্ত আসামি আসিফকে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন। অভিযুক্ত অন্য আসামিদেরও শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় হবে।
গ্রেপ্তারকৃত আসিফ হায়দার পাথরঘাটা ইকবাল রোড এলাকার মৃত মোঃ নাছির উদ্দীনের সন্তান।
গত শনিবার ২ এপ্রিল পাথরঘাটা এলাকায় চাঁদাবাজি সহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে গিয়ে ইমন সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়। এ ঘটনায় আসিফ হায়দার, রাফি ও আবুল খায়েরকে আসামী করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়।
সাবেক ছাত্রনেতা আনিসুর রহমান ইমন সিটি কলেজের সাবেক সভাপতি ছিলেন এবং বর্তমানে পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সব সময় অন্যায়, অবিচার সহ সকল অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ও প্রতিবাদী ভূমিকা পালন করেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।




