নিজস্ব প্রতিবেদক: নগরীরর পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান ইমনের ওপর সন্ত্রাসী হামলা ও কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও কতোয়ালী পুলিশ চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করেনি। আহত আনিসুর রহমান ইমনের পরিবারের পক্ষ থেকে ৩ জনকে আসামী করা হলেও পুলিশ প্রভাবশালীদের চাপে আসামীদের গ্রেফতার করছে না বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। বর্তমানে আনিসুর রহমান ইমন নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, গত ২ এপ্রিল শনিবার বিকালে নগরীর পাথরঘাটা এলাকায় প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি বর্তমান পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান ইমনের উপর এলাকার যুবলীগ ক্যাডার আসিফ হায়দারের নেতৃত্বে তার সহযোগিরা দা চুরি কিরিচ নিয়ে হামলা চালায়। এতে মারাত্মকভাবে আহত হন ইমন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় আসিফ হায়দার ও তার সহযোগীদের নাম উল্লেখ্য করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়। গুরুত্বর আহত ইমনকে হাসপাতালে দেখতে যান আ জ ম নাছির উদ্দিন।

আহত আনিসুর রহমান ইমনের ভগ্নিপতি দিদারুল আলম গনমাধ্যমকে বলেন, ইমন রাজপথ কাঁপানো নেতা। বর্তমান সরকারকে দূর্বল করতে এবং এলাকার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে তাকে থামানোর চেষ্টা করছে। তিনি জনগণের সাথে আছে। তিনি এলাকার স্থানীয় কমিশনার হতে চেয়ে ছিলেন। তাকে সরিয়ে দিয়ে রাজনৈতিক ক্ষমতাকে ভিন্নখাতে ব্যবহারের সুযোগ নিচ্ছে। এটি একটি পরিকল্পিত ঘটনা।

তিনি আরো বলেন, নৃশংস এ হামলার ৫ দিন অতিবাহিত হয়ে গেলেও থানায় মামলা করার পরও পুলিশ প্রভাবশালীদের চাপে আসামীদের গ্রেফতার করছে না।

এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির জানান, হামলার ঘটনায় মামলা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেব। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে চিহ্নিত সন্ত্রাসী চক্রের হামলায় পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান ইমন আহত হওয়ার ঘটনায় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

এক বিবৃতিতে তারা বলেন, হামলাকারী দুর্বৃত্তদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

গতকাল বুধবার রাতে দেয়া বিবৃতিতে বলা হয়, আমরা লক্ষ্য করছি যে, পবিত্র রমজান মাসে একটি অশুভ চক্র আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অবনতির দিকে ঠেলে দিচ্ছে। প্রশাসন যদি এক্ষেত্রে উদাসীন হয় তাহলে ঐ অশুভ শক্তি প্রশ্রয় পাবে। হামলাকারী যে বা যারাই হোক তাদের গ্রেফতারপূর্বক আইনের সুশাসন প্রতিষ্ঠা করা হোক। চিহ্নিত সন্ত্রাসীরা এলাকায় দুবৃর্ত্তপনা করছে। আনিসুর রহমান ইমন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সন্ত্রাসী হামলায় আহত আনিসুর রহমান ইমনকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

নিজস্ব প্রতিবেদক: নগরীরর পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান ইমনের ওপর সন্ত্রাসী হামলা ও কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও কতোয়ালী পুলিশ চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করেনি। আহত আনিসুর রহমান ইমনের পরিবারের পক্ষ থেকে ৩ জনকে আসামী করা হলেও পুলিশ প্রভাবশালীদের চাপে আসামীদের গ্রেফতার করছে না বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। বর্তমানে আনিসুর রহমান ইমন নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, গত ২ এপ্রিল শনিবার বিকালে নগরীর পাথরঘাটা এলাকায় প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি বর্তমান পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান ইমনের উপর এলাকার যুবলীগ ক্যাডার আসিফ হায়দারের নেতৃত্বে তার সহযোগিরা দা চুরি কিরিচ নিয়ে হামলা চালায়। এতে মারাত্মকভাবে আহত হন ইমন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় আসিফ হায়দার ও তার সহযোগীদের নাম উল্লেখ্য করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়। গুরুত্বর আহত ইমনকে হাসপাতালে দেখতে যান আ জ ম নাছির উদ্দিন।

আহত আনিসুর রহমান ইমনের ভগ্নিপতি দিদারুল আলম গনমাধ্যমকে বলেন, ইমন রাজপথ কাঁপানো নেতা। বর্তমান সরকারকে দূর্বল করতে এবং এলাকার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে তাকে থামানোর চেষ্টা করছে। তিনি জনগণের সাথে আছে। তিনি এলাকার স্থানীয় কমিশনার হতে চেয়ে ছিলেন। তাকে সরিয়ে দিয়ে রাজনৈতিক ক্ষমতাকে ভিন্নখাতে ব্যবহারের সুযোগ নিচ্ছে। এটি একটি পরিকল্পিত ঘটনা।

তিনি আরো বলেন, নৃশংস এ হামলার ৫ দিন অতিবাহিত হয়ে গেলেও থানায় মামলা করার পরও পুলিশ প্রভাবশালীদের চাপে আসামীদের গ্রেফতার করছে না।

এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির জানান, হামলার ঘটনায় মামলা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেব। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে চিহ্নিত সন্ত্রাসী চক্রের হামলায় পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান ইমন আহত হওয়ার ঘটনায় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

এক বিবৃতিতে তারা বলেন, হামলাকারী দুর্বৃত্তদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

গতকাল বুধবার রাতে দেয়া বিবৃতিতে বলা হয়, আমরা লক্ষ্য করছি যে, পবিত্র রমজান মাসে একটি অশুভ চক্র আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অবনতির দিকে ঠেলে দিচ্ছে। প্রশাসন যদি এক্ষেত্রে উদাসীন হয় তাহলে ঐ অশুভ শক্তি প্রশ্রয় পাবে। হামলাকারী যে বা যারাই হোক তাদের গ্রেফতারপূর্বক আইনের সুশাসন প্রতিষ্ঠা করা হোক। চিহ্নিত সন্ত্রাসীরা এলাকায় দুবৃর্ত্তপনা করছে। আনিসুর রহমান ইমন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সন্ত্রাসী হামলায় আহত আনিসুর রহমান ইমনকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।