বান্দরবান প্রতিনিধি: একজন সুস্থ্য সবল মানুষের জন্য নিরাপদ পানি, নির্মল পরিবেশ ও নিরাপদ খাদ্য অতীব প্রয়োজন। কিন্তু আমাদের বিভিন্ন কর্মকান্ডের কারণে স্বাস্থ্যঝুকি বাড়ছে। বান্দরবানে সাম্প্রতিককালে পরিবেশ ও পানি সংকটের কারণে মানুষের মাঝে নানা রোগ ব্যাধি দেখা যাচ্ছে। তাই একটি স্বাস্থ্যকর দেশ গড়তে সামাজিক সুরক্ষার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার বান্দরবানে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। এর আগে বান্দরবান সদর হাসপাতাল থেকে চিকিৎসক, এনজিও কর্মী, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদের অংশ গ্রহণে একটি র্যালী বের হয়ে জেলা সিভিল সার্জন দপ্তরে এসে শেষ হয়।
জেলা সিভিল সার্জন ডা: নীহার রঞ্জন নন্দীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ অফিসার এম এম শাহ নেওয়াজ।




