নিজস্ব প্রতিবেদক: রপ্তানির আড়ালে অবৈধভাবে বিদেশ থেকে ৩ কোটি ৮১ লাখ টাকা দেশে এনে সরকারের কাছ থেকে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অপচেষ্টা রুখে দিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বন্দরে কায়িক পরীক্ষা শেষে এমন চালান আটক করেন কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) বিভাগের কর্মকর্তারা।
জানা গেছে, পাচারের উদ্দেশ্যে চট্টগ্রামের প্রতিষ্ঠান সিসিটিসিএল ডিপোতে কনটেইনারে পণ্য লোড করা হয়। তাদের সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল চট্টগ্রামের দেওয়ানহাটের আজিজুলহক কোম্পানি লিমিটেড।
চট্টগ্রাম কাস্টমস হাউস জানায়, নারায়ণগঞ্জ ফতুল্লার রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘সাগর জুট ডাইভাসিফাইড ইন্ড্রাস্টিজ’ চট্টগ্রাম বন্দর দিয়ে সমুদ্রপথে পণ্যগুলো সংযুক্ত আরব আমিরাতে রপ্তানির চেষ্টা করছিল। পাঁচটি বিল অব এক্সপোর্টের রপ্তানির চালানের বিপরীতে রপ্তানিকারক প্রতিষ্ঠানটি আল আরাফাহ ইসলামী ব্যাংকের মাধ্যমে এলসি করেন।
কাস্টমসের এআইআর শাখার ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ জানান, রপ্তানি ঘোষণা অনুযায়ী ১২ হাজার ২১৫ কেজি পণ্য চালানে ৮২ হাজার পিস ডোর মেটস, টেবিল রানার, নেপকিনস থাকার কথা। যার রপ্তানি মূল্য ৪ কোটি ৭৬ লাখ ৬১ হাজার ৮৮৫ টাকা। কিন্তু শতভাগ কায়িক পরীক্ষা শেষে সেখানে ১ হাজার ৯৭ কেজি অর্থাৎ ২৯ হাজার ৯৪৮ পিস পণ্য পাওয়া যায়। এর মধ্য দিয়ে রপ্তানিকারক অবৈধভাবে ৩ কোটি ৮১ লাখ ৮৪ হাজার ৮৫৯ টাকা টাকা দেশে আনার চেষ্টা করেন এবং সরকারের কাছ থেকে রপ্তানিমূল্যের ২০ শতাংশ অর্থাৎ ৭৬ লাখ ৩৬ হাজার ৯৭৭ টাকা অবৈধভাবে পাওয়ার চেষ্টা করেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান কাস্টমসের এ কর্মকর্তা।




