নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা কালিকাপুর ইউনিয়ন বর্ধন বাড়ি প্রবাসী আলম উদ্দিন জামাল এর বাড়ি ভাংচুর ও নগদ অর্থ সহ স্বর্নালঙ্কার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় প্রবাসী আলাউদ্দিন জামাল এর স্ত্রী মোসাঃ লিলুপা আক্তার বাদী হয়ে একই গ্রামের আলী নুর, মহি উদ্দিন,ও ইউসুফ কে অজ্ঞাত করে ১০ থেকে ১৫ জনকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন।
প্রবাসীর স্ত্রী লিলুপা আক্তার সাংবাদিকদের জানায়, যারা আমার বাড়িতে প্রবেশ করে ভাংচুর ও নগদ অর্থ সহ স্বর্নালঙ্কার লুটপাট করেছে তাদের কে আইনের আওতায় এনে সঠিক তদন্তের মাধ্যমে শাস্তির দাবি জানাচ্ছি।
এ তথ্য নিচ্ছিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শুভ রঞ্জন চাকমা।
পুলিশ জানায়, অভিযোগ কারী ও আসামীরা প্রতিবেশী দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল, অভিযোগের তদন্ত চলছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




