নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য কর্মসূচি পালনের মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে আজ উদযাপিত হয়েছে আজ শনিবার (২৬ মার্চ ) সকালে-মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয় । দিবসটি পালন উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ব্যাপক কর্মসূচি পালন করেছে।
দিবসের কর্মসূচি শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণের শেখ রাসেল চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া একই সময়ে মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদসহ পুলিশ, আনসার, সিভিল সার্জন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ এসময় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। তাছাড়া জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত মহান স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রাম জেলার শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত ‘‘আমরা তোমাদের ভুলবনা’’ স্মৃতিস্তম্ভটি এ উপলক্ষ্যে নতুনভাবে সংস্কার করা হয়। আজ এ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়।

দিবসের মূল কর্মসূচি শুরু হয় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কূচকাওয়াজে সালাম গ্রহণের মাধ্যমে। বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন ও কূচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। তিনি বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক এসময় উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ, কারারক্ষী, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বি.এন.সি.সি, বাংলাদেশ স্কাউটস, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে কুচকাওয়াজে অংশগ্রহণ । পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ই মার্চ ভাষণে বলেছিলেন “এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম”। বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। জাতির পিতার এ কালজয়ী ভাষণকে তাই ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে – যা বাঙালি জাতির জন্য এক মহান অর্জন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, নিজস্ব আর্থায়নে পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, কক্সবাজারে দীর্ঘতম মেরিন ড্রাইভ, বঙ্গবন্ধু শিল্পনগর ও চট্টগ্রাম- কক্সবাজার রেললাইন বাস্তবায়ন করা হচ্ছে। এসময় তিনি সারা দেশে ১শত অর্থনৈতিক অঞ্চল গঠনের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মসংস্থান সৃষ্টির জন্য বাংলাদেশ সরকারের গৃহীত নানা উদ্যোগের কথা তুলে ধরেন। পরে জিমনেসিয়াম প্রাঙ্গনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনারসহ ডিআইজি, সিএমপি কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সারোয়ার কামাল ও সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক বক্তৃতা করেন।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল হাসপাতাল জেলখানা এতিমখানা শিশু পরিবার ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু কেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার আনুষ্ঠান, জাতির শান্তি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার শান্তি কামনায় মসজিদ মন্দির গীর্জা প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।

এছাড়া ছিল সিনেমা হলসমূহে বিনা টিকিটে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র এবং উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রমাণ্য চলচ্চিত্র প্রদর্শন, জেলা ও উপজেলা সদরে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, ক্রীড়া অনুষ্ঠান, টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ, কাবাডি ও হা-ডু-ডু খেলার আয়োজন, এম এ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস বনাম বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রীতি ফুটবল প্রতিযোগিতা ।
এছাড়া জেলা শিল্পকলা একাডেমিতে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন” বিষয়ে আলোচনা সভা আয়োজন করা হয়।
বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ পৃথক পৃথক এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Post Views: 661