বান্দরবান প্রতিনিধি: ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণে আঞ্চলিক সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ বিবেচনায় জেলা তথ্য অফিসগুলো দেশের বিভিন্ন এলাকায় আঞ্চলিক ভাষায় রচিত লোকসংগীতের মাধ্যমে গণভোট এবং সংসদ নির্বাচনে ভোটার উদ্বুদ্ধকরণে ভূমিকা রাখছে।
আজ শুক্রবার(৩০ জানুয়ারী) ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বান্দরবান জেলা তথ্য অফিস আয়োজিত ভ্রাম্যমাণ ট্রাকযোগে সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল একথা বলেন। এতে সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন।
উপস্থিত ছিলেন জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ মনিরুজ্জামান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এবং সৈয়দ এ মু’মেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুল জলিল বলেন, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃণমূল পর্যায়ে ভোটার উদ্বুদ্ধকরণ ও গণভোট সম্পর্কিত সচেতনতা বাড়াতে জেলা তথ্য অফিসগুলো নিরবচ্ছিন্নভাবে প্রচার করছে। সারাদেশে আয়োজিত ভ্রাম্যমাণ ট্রাক সংগীত, উঠান বৈঠক, কমিউনিটি মিটিং, তরুণ ভোটার উদ্বুদ্ধকরণ সমাবেশ, টেন মিনিটস ব্রিফ, ভোটালাপ এবং ভোটের রিকশার মতো ব্যতিক্রমধর্মী প্রচার কার্যক্রম ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এসব কর্মসূচির মাধ্যমে নির্বাচন কমিশন নির্দেশিত নির্বাচন আচরণবিধি সম্পর্কেও জনগণ, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও রাজনৈতিক দলগুলোকে সচেতন করা হচ্ছে।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আরো বলেন, জেলা পর্যায়ে তথ্য অফিসারদের নেতৃত্বে তথ্য অফিসগুলো গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইনোভেটিভ প্রচার কর্মসূচি গ্রহন করছে। শহর থেকে গ্রামে, এমনকি উঠানে উঠানে জনগণকে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে গণভোট ও সংসদ নির্বাচন সংক্রান্ত আচরণবিধি মেনে চলতে মোটিভেশন চালানো হচ্ছে। তিনি এ ধরনের প্রচার কর্মসূচি বাস্তবায়ন এবং নির্বাচন বিষয়ক জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।




