নুরুল ইসলাম: মানুষের কল্যাণ সাধনে ও মানবেতার সেবায় নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে মানুষের সেবক হিসাবে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১দলীয় জোটের জামায়াত দলীয় প্রার্থী আলহাজ শাহ্ জাহান চৌধুরী। ২৯ জানুয়ারী বৃহস্পতিবার বিকেল বেলা লোহাগাড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন আলহাজ শাহ্ জাহান চৌধুরী।
তিনি বলেন অস্ত্র উদ্ধারে সরকার আন্তরিক অবৈধ অস্ত্রের কারণে আসন্ন নির্বাচনে অবৈধ প্রভাব ফেলতে পারবে না বলে তিনি মনে করেন। নির্বাচনী আচরণ বিধি লঙ্গণ প্রসঙ্গে তিনি বলেন, যারা প্রতিপক্ষের ব্যানার ছিড়ছে তাদের প্রতি তিনি ধিক্কার জানান।
তিনি আরো বলেন, প্রার্থীরা নিজ নিজ মতে জনগণের কাছে বক্তব্য তুলে ধরবেন। জনগণ যার বক্তব্য গ্রহণ করবেন তাকে ভোট দেবেন। বর্তমানে নির্বাচনী পরিবেশ ঠিক আছে উল্লেখ করে তিনি আরো বলেন আগামীতে সুন্দর পরিবেশে নির্বাচন হবে বলে তিনি আশাবাদী।
প্রার্থী শাহ্জাহান চৌধুরী বলেন, অতীতে লোহাগাড়া-সাতকানিয়ায় তিনি উন্নয়নমূলক কাজ করেছেন। গত ১৭বছরে উল্লেখযোগ্য কোন কাজ হয়নি। আগামীতে তিনি নির্বাচিত হলে সাতকানিয়া-লোহাগাড়ার উন্নয়নে প্রয়োজনীয় সবকিছু করবেন।
মতবিনিময় সভায় অনন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী, ড. মাওলানা ছাবের আহমদ, এডভোকেট আবু নাছের, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল আবছার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা রফিক দিদার, বিশিষ্ট ব্যবসায়ী ফজল আহমদ হারুন ও ডা: আক্তার আহমদ।




