প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম রেজিষ্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির বার্ষিক সাধারণ সভা গত বুধবার(২৮ জানুয়ারী) সকালে কোটহিলস্থ সমিতির ১নং মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম রেজিষ্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আকবর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক রির্পোট পেশ করেন-মোঃ আকবর আলী এবং অর্থ সম্পাদকের রিপোর্ট পেশ করেন আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব এম মোক্তার আহাম্মদ, সমিতির উপদেষ্টা আলহাজ্ব মোঃ ইউনুছ, আলহাজ্ব এম. আবদুল মালেক, সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আইয়ুব, সাবেক সিনিয়র সহ- সভাপতি আলহাজ্ব এম.জাহাঙ্গীর আলম, প্রবীন সদস্য মালিক লাল বিশ্বাস, আলহাজ্ব গোফরান উদ্দিন , এইচ.এম নুরুল আলম।
সাধারণ সভায় বক্তারা বলেন,দলিল লেখকগণ বর্তমানে পেশাগত দৈনন্দিন কার্যক্রমে নানাভাবে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছে। তাই দলিল লেখক সমাজের ন্যায্য অধিকার সুরক্ষা ও পেশাগত মানোউন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ দাবী আদায়ে ঐক্যের কোন বিকল্প নেই। সাধারণ সভা শেষে আনন্দ ভ্রমনে র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন-সমিতির সহ সভাপতি সানু বিশ্বাস চন্দন, সহ সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ, সহ অর্থ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, প্রচার, তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম হৃদয়, সমাজ কল্যাণ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ আকবর, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন হিরু, পরিষদ সদস্য যথাক্রমে মোঃ আনোয়ার হোসেন, মোঃ আবু ছৈয়দ, মোঃ ওসমান গনি, মোঃ শাহজাহান (৩) ও মোঃ কামাল উদ্দিন। বার্ষিক সাধারণ সভায় সমিতির বিপুল সংখ্যক সদস্য।




