দি ক্রাইম ডেস্ক: রাঙ্গামাটির লংগদু উপজেলায় ভুয়া ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় লংগদু উপজেলার বাইট্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—মো. ইকরাম হোসেন (৩০), পিতা: মৃত শাহাবুদ্দিন; মো. আরিফুল ইসলাম রাজু (৩৫), পিতা: মো. খলিলুর রহমান; মো. ইয়াছিন (২৪), পিতা: মৃত আবদুল সালাম এবং মো. শাহজাহান (৩৩), পিতা: মো. মেহের আলী। আটক চারজনই লংগদু উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাইট্যাপাড়া এলাকার একটি সেগুনবাগানে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাস খেলছিলেন। এ সময় আটকরা সেখানে উপস্থিত হয়ে নিজেদের ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দিয়ে তাঁদের কাছ থেকে জোরপূর্বক নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেন এবং মারধর করে চাঁদা দাবি করেন।

একপর্যায়ে ভুক্তভোগীরা চিৎকার শুরু করলে আশপাশের স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে ভুয়া ডিজিএফআই পরিচয় দেওয়া চারজনকে নগদ টাকা ও মোবাইল ফোনসহ হাতেনাতে আটক করেন। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাঁদের আটক করে লংগদু থানায় নিয়ে যায়।

লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক চারজনকে সোমবার রাঙ্গামাটির আদালতে পাঠানো হবে।

দি ক্রাইম ডেস্ক: রাঙ্গামাটির লংগদু উপজেলায় ভুয়া ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় লংগদু উপজেলার বাইট্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—মো. ইকরাম হোসেন (৩০), পিতা: মৃত শাহাবুদ্দিন; মো. আরিফুল ইসলাম রাজু (৩৫), পিতা: মো. খলিলুর রহমান; মো. ইয়াছিন (২৪), পিতা: মৃত আবদুল সালাম এবং মো. শাহজাহান (৩৩), পিতা: মো. মেহের আলী। আটক চারজনই লংগদু উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাইট্যাপাড়া এলাকার একটি সেগুনবাগানে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাস খেলছিলেন। এ সময় আটকরা সেখানে উপস্থিত হয়ে নিজেদের ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দিয়ে তাঁদের কাছ থেকে জোরপূর্বক নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেন এবং মারধর করে চাঁদা দাবি করেন।

একপর্যায়ে ভুক্তভোগীরা চিৎকার শুরু করলে আশপাশের স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে ভুয়া ডিজিএফআই পরিচয় দেওয়া চারজনকে নগদ টাকা ও মোবাইল ফোনসহ হাতেনাতে আটক করেন। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাঁদের আটক করে লংগদু থানায় নিয়ে যায়।

লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক চারজনকে সোমবার রাঙ্গামাটির আদালতে পাঠানো হবে।