সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া : ছাত্রদল শুধু একটি সংগঠন নয়, এটি একটি রাজনৈতিক পাঠশালার নাম। যে পাঠশালায় আলোচনা হয়, দেশ রক্ষা ও দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন নিয়ে। অতীতের ন্যায় ছাত্রদল না জাগলে এদেশ ধ্বংস হয়ে যাবে। জাতীয়তাবাদী শক্তি ছাড়া বাংলাদেশকে কেউ রক্ষা করতে পারবে না। এজন্য সংগঠনকে আরও সুসংগঠিত ও বাস্তবমুখী করতে হবে। যাদের বদৌলতে গ্রাম বাংলার কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ নিরাপদ ও শান্তিতে ঘুমাবে। নিশ্চিন্তে চলাচল করবে দেশের মা-বোনসহ সাধারণ মানুষ। এজন্য ছাত্রদলের বেটার ওয়ার্ক চাই।
রবিবার (১১ জানুয়ারি) বিকালে সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকার একটি রেস্তোরাঁয় সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা ছাত্র দলের উদ্যােগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধক হিসেবে উপস্থিত থেকেচট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন এসব কথা বলেন।
নাজমুল মোস্তফা আরও বলেন, আমরা এদেশে কোন আধিপত্যবাদ চাই না। বাঙালি কারো কাছে মাথা নত করে না ; মহান মুক্তিযুদ্ধসহ দেশের যেকোনো দুর্যোগময় মুহূর্ত মোকাবেলা কিভাবে করতে হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তা আমাদের শিখিয়ে গেছেন। একটি মহল মবকে জবে পরিণত করে দেশকে অস্থিতিশীল করার পায়তারায় লিপ্ত। এই মব প্রতিহত করতে ছাত্রদলকে জেগে উঠতে হবে। আর সোশ্যাল মিডিয়ায় সরব থাকার পাশাপাশি দেশ, দল ও মানুষের জন্য কাজ করতে ছাত্র দলকে আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মো.ফিরোজ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ- সম্পাদক আহমেদ সালমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মিনহাজুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ন- আহ্বায়ক নাঈমুল আলম খোকন, এড. রাশেদুল কবির, রাশেদ খান, সদস্য মহিবুল হক আতিক, জিসান আহমেদ ও মহিউদ্দিন সাগরসহ ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Post Views: 8




