দি ক্রাইম ডেস্ক: কক্সবাজারের টেকনাফে পাহাড়সংলগ্ন এলাকার একটি চায়ের দোকান থেকে অস্ত্র ঠেকিয়ে ৬ কিশোরকে অপহরণ করেছে সশস্ত্র ডাকাতদল। অপহৃতদের মধ্যে দু’জন কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অপহৃত কিশোররা হলেন— বাহারছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ শীলখালীর অছিউর রহমানের ছেলে মো. মামুন, আবুল কাসেমের ছেলে আনোয়ার হোসেন, মো. ইসলামের ছেলে গিয়াস উদ্দিন, হাসানের ছেলে আবু বক্কর ছিদ্দিক, আইয়ুব আলীর ছেলে মো. শাহিন এবং মো. আব্দুল্লাহর ছেলে মো. ইসমাইল।
পালিয়ে আসা কিশোর মো. শাহিন ও মো. ইসমাইলের ঘটনার বিবরণ নিশ্চিত করেন শীলখালীর বাসিন্দা ইয়াকুব আলী।
তিনি জানান, রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শীলখালী বিজিবি চেকপোস্টের পূর্ব পাশে অবস্থিত আলমের চায়ের দোকানে বসা ৬ কিশোরকে অস্ত্র ঠেকিয়ে একদল সশস্ত্র ডাকাত জোরপূর্বক পাহাড়ি এলাকায় তুলে নিয়ে যায়। পরে সুযোগ পেয়ে শাহিন ও ইসমাইল কৌশলে পালিয়ে এসে পরিবারকে বিষয়টি অবহিত করে।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা পাহাড়ে অভিযান চালায়। তবে রাত পর্যন্ত অপহৃত বাকি চার কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও উখিয়া – টেকনাফ- ৪ সংসদীয় আসনের দাঁড়িপাল্লা মার্কার মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী জানান, টেকনাফ বাহারছড়ায় আবারো প্রকাশ্যে অপহরণের ঘটনা ঘটেছে। এলাকাবাসীর জন্য প্রতিটি রাত যেন বিভিষিকাময়। মায়ের আকুতি প্রতিটি মনকে নাড়া দিচ্ছে। সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত অভিযান করতে হবে।
এ বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, অপহরণের ঘটনাটি শুনেই পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে সন্ধ্যার পর থেকেই গভীর পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়। এবং তাদের উদ্ধারে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।




