দি ক্রাইম, ময়মনসিংহ: ময়মনসিংহ মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় আডিটরিয়ামে গতকাল শুক্রবার বিকালে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ ময়মনসিংহ বিভাগীয় কমিটির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। অনুষ্ঠান সঞ্চালনা করেন তপন কুমার রায় সাধারণ সম্পাদক ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ, ময়মনসিংহ বিভাগীয় কমিটি। সভাপতিত্ব করেন অধ্যাপক ড. বিশ্বজিৎ ভাদুড়ী ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইকরামুল হক টিটু মেয়র ময়মনসিংহ সিটি কর্পোরেশন ।
প্রধান আলোচক ইসমাইল হোসেন রকি সাধারণ সম্পাদক, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটি ।
ভারত থেকে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন রাধারাণী দত্ত সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটি, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিহাব রিফাত আলম উপদেষ্টা ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ কেন্দ্রীয় পরিষদ। প্রধানবক্তা অধ্যক্ষ মনোয়ার হোসেন সিনিয়র সহ-সভাপতি ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ ময়মনসিংহ বিভাগীয় কমিটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম জহিরুল ইসলাম উপদেষ্টা ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ, কেন্দ্রীয় কমিটি, তালুকদার মনিরুজ্জামান মনি উপদেষ্টা ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ, কেন্দ্রীয় কমিটি। নাছির আহাম্মদ খান সহ-সাধারণ সম্পাদক ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটি, সমর কুমার দে, ইন্জিনিয়ার শিলা, তরুণ সাহা, কনিকা চ্যাটার্জী, হারুন উর রশীদ, লুৎফর রহমান রিপন,শেখ ফয়সাল করিম মাইজভান্ডারি, করবী চক্রবর্তী, অলোক চক্রবর্তী, শ্রাবন্তী শুক্লা, শুক্লা রাণী দাস প্রমুখ।
ময়মনসিংহ বিভাগীয় সেরা সংগঠক সম্মাননা স্মারক পান ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার রায়।

দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করেন অনুরাধা রায় । সাংস্কৃতিক অনুুষ্ঠান পরিচালনা করেন ঝুটন সাহা ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটি, জেলা কমিটির অন্যান্য নেত্রীবৃন্দ।
Post Views: 898




