ক্রাইম প্রতিবেদক: চট্টগ্রাম উত্তর বন বিভাগ এর অধীনে রাঙ্গুনিয়া উপজেলার ইছা‌মতি রেঞ্জের আওতাধীন নিশ্চিন্তপুর বিট এর রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়কের গাবতল এলেকায় অ‌ভিযান চা‌লি‌য়ে গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টায় ৩২৪ টুকরা গোল সেগুন কাঠ যার পরিমান ৩২০.০৬ ঘনফুট কাঠ জব্দ করা হয়।
ইছা‌মতি রেঞ্জ কর্মকর্তা মোঃ খসরুল আ‌মিন গোপন  খব‌রের ভি‌ত্তি‌তে  ইছা‌মতি রেঞ্জের নেতৃ‌ত্বে বিট কর্মকর্তা ও একদল সাহসী স্টাফ এবং ঘাগড়া আর্মি ক্যাম্প এর সহযোগীতায়  দিবাগত রাত ১১ টায় নিশ্চিন্তপুর বিট এর রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়কের গাবতল নামক স্থানে অ‌ভিযান চা‌লি‌য়ে পাচারের উদ্দেশ্যে ৩২৪ টুকরা বা ৩২০.০৬ ঘনফুট সেগুন গোলকাঠ উদ্ধার ও জব্দ করা হয় ।
জব্দকৃত অবৈধ সেগুন গোল কাঠের আনুমানিক মূল্য  ৭ লাখ টাকা। উল্লেখিত কাঠ রেঞ্জ অফিস হেফাজতে নিয়ে পরবর্তীতে বন আই‌নে মামলা দা‌য়ের করা হ‌য়।
ক্রাইম প্রতিবেদক: চট্টগ্রাম উত্তর বন বিভাগ এর অধীনে রাঙ্গুনিয়া উপজেলার ইছা‌মতি রেঞ্জের আওতাধীন নিশ্চিন্তপুর বিট এর রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়কের গাবতল এলেকায় অ‌ভিযান চা‌লি‌য়ে গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টায় ৩২৪ টুকরা গোল সেগুন কাঠ যার পরিমান ৩২০.০৬ ঘনফুট কাঠ জব্দ করা হয়।
ইছা‌মতি রেঞ্জ কর্মকর্তা মোঃ খসরুল আ‌মিন গোপন  খব‌রের ভি‌ত্তি‌তে  ইছা‌মতি রেঞ্জের নেতৃ‌ত্বে বিট কর্মকর্তা ও একদল সাহসী স্টাফ এবং ঘাগড়া আর্মি ক্যাম্প এর সহযোগীতায়  দিবাগত রাত ১১ টায় নিশ্চিন্তপুর বিট এর রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়কের গাবতল নামক স্থানে অ‌ভিযান চা‌লি‌য়ে পাচারের উদ্দেশ্যে ৩২৪ টুকরা বা ৩২০.০৬ ঘনফুট সেগুন গোলকাঠ উদ্ধার ও জব্দ করা হয় ।
জব্দকৃত অবৈধ সেগুন গোল কাঠের আনুমানিক মূল্য  ৭ লাখ টাকা। উল্লেখিত কাঠ রেঞ্জ অফিস হেফাজতে নিয়ে পরবর্তীতে বন আই‌নে মামলা দা‌য়ের করা হ‌য়।