সমীরণ বড়ুয়া : চট্টগ্রামে সন্ত্রাসের জনপদ হিসেবে খ্যাত রাউজানে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে দিনদুপুরে এক যুবক নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পূর্ব রাউজান গাজীপাড়া এলাকার সিএনজি স্টেশনের সামনে এই ঘটনাটি ঘটে। নিহত ইব্রাহিম ওই এলাকার মো.আলমের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ঘুম থেকে ডেকে নিয়ে মো.ইব্রাহিম (২৬) নামে এক যুবককে প্রকাশ্যে দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি অটোরিক্সা করে এসে অতর্কিতভাবে একদল অস্ত্রাধারী সন্ত্রাসী গুলি করে ইব্রাহিমকে হত্যা করে। নিহতের পরিবারের দাবী তাকে কে বা কারা ফোন করে ঘুম থেকে ডেকে নিয়ে আসে। পরে গুলি করে হত্যা করেছে।
নিহতের চাচা ও রাউজান ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আবদুল হালিম বলেন, আমরা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ সিএনজি করে এসে একদল সন্ত্রাসী গুলি চালায়। আমাকে তাক করেও গুলি করেছিল। দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচাই। আমার ভাতিজার সাথে করো শত্রুতামি নাই। রাউজানে প্রতিনিয়ত খুন হচ্ছে। এভাবে চলতে পারেনা। আমরা কেউই নিরাপদ নই।
এই ঘটনা করে চলে যাওয়ার সময় উপজেলার কদলপুর ইউনিয়নে মো.নাইম নামের এক সিএনজি অটোরিক্সা চালককেও গুলি করে আহত করে সন্ত্রাসীরা। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এবিষয়ে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, এক যুবককে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তদন্ত করে বিস্তারিত জানাবো।




