দি ক্রাইম ডেস্ক: লিবিয়ার বেনগাজি ও আশপাশের অঞ্চল থেকে অবৈধভাবে লিবিয়ায় গিয়ে আটক, বিপদগ্রস্ত ও পাচারের শিকার মোট ১৬৭ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
শুক্রবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তার আগে বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।
বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। লিবিয়ায় বিভিন্ন সময় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন তাদের অনেকেই।
ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে অবৈধভাবে আর কেউ যেন লিবিয়ায় না যায়- সে বিষয়ে সচেতন হওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সবাইকে অনুরোধ জানিয়েছেন।
Post Views: 112




