নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে প্রতিকী কাফন পরে পদযাত্রা ও গণসাক্ষর কর্মসূচি পালন করলেন ১১ ব্যক্তি। গত ৯ এপ্রিল সকালবেলা চট্টগ্রাম নগর থেকে এ পদযাত্রা শুরু করা হয়। বেলা সাড়ে তিনটায় পৌঁছে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পাহাড়বেষ্টিত জাঙ্গাইল্যা সড়ক দূর্ঘটনাপ্রবণ এলাকায়। সড়কে অবস্থান নেয় পদযাত্রায় অশগ্রহণকারী ১১জন।
চট্টগ্রাম নগর থেকে লোহাগাড়া পর্যন্ত পথে পথে গণসাক্ষর সংগ্রহ করেছেন তারা। সম্প্রতি জাঙ্গাইল্যা এলাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ৫+১১ জন এর ব্যনারে এ পদযাত্রার ব্যবস্থা হয়। আন্দোলনে অংশগ্রহণকারীগণ ১১ মরদেহের প্রতিকী কাফন পরিধান করেন। এদিন বিকেলে সাড়ে ৩টায় জাঙ্গাইল্যা এলাকায় চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে মরদেহের মতো শুয়ে পড়েন বিক্ষিপ্তভাবে। এসময় কিছুক্ষণ চট্টগ্রাম-কক্সবাজারমুখী যান চলাচল বন্ধ থাকে।
পদযাত্রাকালে জাঙ্গাইল্যা এলাকায় আন্দোলনকারীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে অচিরেই ৬ লেনে উন্নীত করার দাবি জানান সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের নিকট। এ দাবি বাস্তবায়নে তারা দ্রুত সিদ্ধান্তের আহ্বান জানান।
আন্দোলনকারীরা বলেন, তারা সগক দূর্ঘটনায় আর মৃত্যু দেখতে চান না। পদযাত্রায় সাদা কাফন পড়ে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন প্রধান সমন্বয়ক সৌরভ প্রিয় পাল, ইদ্রিস পানু, মোঃ হানিফ, সুকান্ত তালুকদার, জুয়েল বিপ্লব চৌধুরী বিল্লু, আব্দুর রহমান রকি, জীবন মিত্র রাজ, শফিকুল ইসলাম দিয়া, ইয়াছিন আফ্রিদি, সায়েদুল হাসান ও শাহাদাত হোসেন রুবেল।
উল্লেখ্য যে, গত ঈদুল ফিতরের দিন (৩১মার্চ) হতে তিনদিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক দূর্ঘটনায় ১৬জন নিহত ও ২৫জন আহত হয়। এ দূর্ঘটনা রোধে সড়ক ৬ লেনে উন্নীত করার দাবি উঠেছে প্রায় সব মহল থেকে। ইতোমধ্যে লোহাগাড়ায় জামায়েতে ইসলামী ও বিএনপির পক্ষ থেকে পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আন্দোলনে অংশগ্রহণকারী ১১জন লোহাগাড়ার পর কক্সবাজারেও তাদের পদযাত্রার কর্মসূচি পালনের পদক্ষেপ নেয়া হয়েছে।




