মিজবাউল হক, চকরিয়া : চকরিয়া পৌরশহরে মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২০ঘণ্টা পর মো: কাইয়ুম (৪০) নামের এক যুবক ও ৭বছরের ও ৬বছরের দু’শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে স্থানীয় লোজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বুধবার(০৯ এপ্রিল) সকাল ১০টায় পৌরসভার জালিয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার বেলা তিনটার সময় নদীতে এক যুবক ডুবে যাওয়ার সময় দেখতে পায় স্থানীয়রা।

নিহত মো: কাইয়ুম (৪০) চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের মাষ্টার পাড়া মগবাজার এলাকার নুর সুবাহানের ছেলে।

অপরদিকে, নিহত ৭বছরের শিশু মাসুম একই উপজেলার কাকারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সিএনজি চালক রাসেদের ছেলে। ৬ বছরের কন্যা শিশু হোজাইকা প্রবাসী ছাবের আহমদের মেয়ে। তারা সকাল সাড়ে ১১টার সময় বাড়ির পাশ্ববর্তী মাতামুহুরী নদীতে গোসল করতে নামে। নদীতে নামারপর নিখোঁজ হয়ে যায়। ১ঘন্টার পর স্থানীয় লোকজন মাতামুহুরী থেকে দু’জনকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎিসক দুইজনকে মৃত ঘোষণা করে। দুই শিশুর মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলামের কাছে দু’শিশু ও এক যুবকের লাশ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতেু মাতামুহুরীতে গোসল করেতে নেমে তারা তিনজনই মারা গেছে। নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত করে আইনী প্রক্রিয়া শেষ করে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা তিনটার দিকে মাতামুুহুরী নদীতে অজ্ঞাতনামা এক যুবক গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে নদীতে ডুবে যাওয়ার সময় চিৎকারের ডাক শুনে স্থানীয় লোকজন।

এসময় নদীতে ডুব দিয়ে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। আজ সকালে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার পর নদীতে থেকে যুবকের মরদেহ উদ্ধার করেন।

এব্যাপারে চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে লিডার আবু জাফর বলেন, ‘ডুবুরি দল নদীতে নামার ৩০মিনিট পর নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করে। তার পরিচয় শনাক্ত করে স্থানীয় লোকজন।

নৌপুলিশ ঘটনাস্থল এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পোস্ট মর্ডেমের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন বদরখালী নৌপুলিশ ফাড়িঁর ওসি মো: নাজিম উদ্দিন।

মিজবাউল হক, চকরিয়া : চকরিয়া পৌরশহরে মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২০ঘণ্টা পর মো: কাইয়ুম (৪০) নামের এক যুবক ও ৭বছরের ও ৬বছরের দু’শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে স্থানীয় লোজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বুধবার(০৯ এপ্রিল) সকাল ১০টায় পৌরসভার জালিয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার বেলা তিনটার সময় নদীতে এক যুবক ডুবে যাওয়ার সময় দেখতে পায় স্থানীয়রা।

নিহত মো: কাইয়ুম (৪০) চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের মাষ্টার পাড়া মগবাজার এলাকার নুর সুবাহানের ছেলে।

অপরদিকে, নিহত ৭বছরের শিশু মাসুম একই উপজেলার কাকারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সিএনজি চালক রাসেদের ছেলে। ৬ বছরের কন্যা শিশু হোজাইকা প্রবাসী ছাবের আহমদের মেয়ে। তারা সকাল সাড়ে ১১টার সময় বাড়ির পাশ্ববর্তী মাতামুহুরী নদীতে গোসল করতে নামে। নদীতে নামারপর নিখোঁজ হয়ে যায়। ১ঘন্টার পর স্থানীয় লোকজন মাতামুহুরী থেকে দু’জনকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎিসক দুইজনকে মৃত ঘোষণা করে। দুই শিশুর মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলামের কাছে দু’শিশু ও এক যুবকের লাশ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতেু মাতামুহুরীতে গোসল করেতে নেমে তারা তিনজনই মারা গেছে। নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত করে আইনী প্রক্রিয়া শেষ করে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা তিনটার দিকে মাতামুুহুরী নদীতে অজ্ঞাতনামা এক যুবক গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে নদীতে ডুবে যাওয়ার সময় চিৎকারের ডাক শুনে স্থানীয় লোকজন।

এসময় নদীতে ডুব দিয়ে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। আজ সকালে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার পর নদীতে থেকে যুবকের মরদেহ উদ্ধার করেন।

এব্যাপারে চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে লিডার আবু জাফর বলেন, ‘ডুবুরি দল নদীতে নামার ৩০মিনিট পর নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করে। তার পরিচয় শনাক্ত করে স্থানীয় লোকজন।

নৌপুলিশ ঘটনাস্থল এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পোস্ট মর্ডেমের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন বদরখালী নৌপুলিশ ফাড়িঁর ওসি মো: নাজিম উদ্দিন।