নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় নিষেধ উপেক্ষা করে অবৈধভাবে মাটিকাটার অভিযোগ উঠেছে। বিশেষ করে উপজেলার চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা ও রাজঘাটা গ্রামের প্রভাবশালীদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ রাতের বেলায় প্রভাবশালীরা মাটি কেটে নিয়ে যায়। এসব মাটি কাটা হচ্ছে চাষাবাদযোগ্য জমি, খিলা ও জনসাধারণের চলাচলের পথ থেকে। মাটি কাটার কাজে ব্যবহার করা হয় এস্কেভেটর এবং নিয়ে যেতে ব্যবহার করা হয় ডাম্পট্রাক।
চরম্বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাজঘাটা এলাকার চলাচলের রাস্তার মাটি কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উক্ত রাস্তার মাটি কেটে নিচ্ছে গভীর গর্ত করেই। এতে সাধারণের চলাচলের মারাত্মক অসুবিধা সৃষ্টি হচ্ছে বলে স্থানীয়রা জানায়। শুধু তা নয়, মাটিখেকোদের দ্বারা মাটি কেটে নেয়ার ফলে চাষীদের চাষাবাদের জমির ক্ষেত্রেও দুর্ভোগ পোহাতে হবে পানি নিষ্কাশনের ক্ষেত্রে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন মোঃ রাজীব নামে ক্ষতিগ্রস্থ একজন। লিখিত অভিযোগ আনা হয়েছে স্থানীয় ২ জনের বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়েছে অভিযুক্তরা কারো কথা মানতে চায় না। বাধা উপেক্ষা করে ইচ্ছেমতো মাটি কেটে নিয়ে যাচ্ছে। উক্ত মাটি কাটা বন্ধে জরুরী হস্তক্ষেপ প্রয়োজনে বলে উল্লেখ করা হয়েছে লিখিত অভিযোগনামায়। অন্যথায় স্থানীয় চাষীদের অপূরণীয় ক্ষতি হবে।




