মিজবাউল হক, চকরিয়া : কক্সবাজারের চকরিয়া দু’সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে নুরুল আমিন প্রকাশ (ডাকাত কালা সোনা) নামের একজনের শরীর থেকে হাত ও কান বিছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষের সাইফুল ও দিল মোাম্মদ গ্রুপ। এই নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে ফের (ডাকাত কালা সোনা) বাহিনীর মধ্য সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয় জনগণ। শুক্রবার (০৪ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে বিএমচর ইউনিয়নের রেললাইন এলাকায় মোবাইল ছিনতাই কালে বিক্ষুব্ধ জনতা ধাওয়া দিয়ে আটক করে তার এক হাত ও কান কেটে শরীর থেকে বিছিন্ন করে দিয়েছে।

বিএমচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইউনুসের ছেলে আহত কালা সোনা নিশ্চিত করেন স্থানীয় সাবেক চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না। আহত নুরুল আমিন (প্রকাশ-ডাকাত কালা সোনা) ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন নোবেল হত্যাকান্ডের এজাহার নামনীয় ৮নং আসামী।

অভিযোগ উঠেছে, হাত ও কান কাটার সঙ্গে জড়িতদের মধ্যে স্থানীয় একটি সন্ত্রাসী চক্রের যোগসাজশ রয়েছে। মোবাইল ছিনতাইয়ের ঘটনাকে পুঁজি করে নুরুল আমিনে (প্রকাশ ডাকাত কালা সোনার) প্রতিপক্ষ হিসেবে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাইফুল ও দিল মোহাম্মদ গ্রুপের সন্ত্রাসীরা স্থানীয় জনতার সঙ্গে মিশে গিয়ে তার হাত ও কান শরীর থেকে কেটে নিয়ে উল্লাস করে।

এব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম কাছে জানতে চাইলে, সন্ত্রাসী ডাকাত কালা সোনার হাত ও কান শরীর থেকে বিছিন্ন বিষয়ে তিনি বলেন, আহতের বিরুদ্ধে এলাকার ত্রাস ও চুরি, ডাকাতির, ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। তাই আমি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মিজবাউল হক, চকরিয়া : কক্সবাজারের চকরিয়া দু’সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে নুরুল আমিন প্রকাশ (ডাকাত কালা সোনা) নামের একজনের শরীর থেকে হাত ও কান বিছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষের সাইফুল ও দিল মোাম্মদ গ্রুপ। এই নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে ফের (ডাকাত কালা সোনা) বাহিনীর মধ্য সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয় জনগণ। শুক্রবার (০৪ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে বিএমচর ইউনিয়নের রেললাইন এলাকায় মোবাইল ছিনতাই কালে বিক্ষুব্ধ জনতা ধাওয়া দিয়ে আটক করে তার এক হাত ও কান কেটে শরীর থেকে বিছিন্ন করে দিয়েছে।

বিএমচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইউনুসের ছেলে আহত কালা সোনা নিশ্চিত করেন স্থানীয় সাবেক চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না। আহত নুরুল আমিন (প্রকাশ-ডাকাত কালা সোনা) ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন নোবেল হত্যাকান্ডের এজাহার নামনীয় ৮নং আসামী।

অভিযোগ উঠেছে, হাত ও কান কাটার সঙ্গে জড়িতদের মধ্যে স্থানীয় একটি সন্ত্রাসী চক্রের যোগসাজশ রয়েছে। মোবাইল ছিনতাইয়ের ঘটনাকে পুঁজি করে নুরুল আমিনে (প্রকাশ ডাকাত কালা সোনার) প্রতিপক্ষ হিসেবে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাইফুল ও দিল মোহাম্মদ গ্রুপের সন্ত্রাসীরা স্থানীয় জনতার সঙ্গে মিশে গিয়ে তার হাত ও কান শরীর থেকে কেটে নিয়ে উল্লাস করে।

এব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম কাছে জানতে চাইলে, সন্ত্রাসী ডাকাত কালা সোনার হাত ও কান শরীর থেকে বিছিন্ন বিষয়ে তিনি বলেন, আহতের বিরুদ্ধে এলাকার ত্রাস ও চুরি, ডাকাতির, ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। তাই আমি আইনগত ব্যবস্থা নেয়া হবে।