নগর প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিএনপি নেতা এহসান খানের মায়ের জানাজা শেষে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত সাতজন আহতের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলার বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, বিএনপি নেতা এহসান খানের মায়ের মৃত্যুতে সাবেক এমপি সরওয়ার জামাল নিজামের শোকাহত ব্যানার টাঙানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এসএম মামুন মিয়া ও সরওয়ার জামাল নিজাম গ্রুপের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। সবশেষ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ বিষয়ে সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম অভিযোগ করে বলেন, বিএনপি নেতা এহসান খান এর মায়ের মৃত্যুতে দেওয়া আমার শোক ব্যানারটি ছিঁড়ে ফেলা হয়। পরে আমি জানাজার নামজ শেষ করে চলে আসার পথে বিএনপির নামধারী একদল সন্ত্রাসী আমার আমাদের ওপর হামলা চালায়। ঘটনার খবর পেয়ে এলাকাবাসী ও আমাদের দলের নেতাকর্মীরা সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা পিছু হটে। আমরা এই ঘটনার বিষয়ে দলের সিনিয়র নেতাদের জানিয়েছি।
কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এসএম মামুন মিয়ার অনুসারী হিসেবে পরিচিত বিএনপি নেতা হাজী মুহাম্মদ ওসমান বলেন, নিজাম সাহেবের সঙ্গে মামুন মিয়া গ্রুপের কোনো সংঘর্ষ হয়নি। মূলত বাইরে কিছু ছেলে সরওয়ার জামাল নিজামকে ভুয়া ভুয়া বলে ডাক দিলে এমপির অনুসারীরা এসব ছেলেদের উপর হামলা করে।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




