নিজস্ব প্রতিনিধি: লোহাগাড়ায় ৩দিনে পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় ১৬জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ৪ দূর্ঘটনায় আহত হয়েছেন ২৩জন। গত ৩১মার্চ সোমবার (ঈদের দিন) সকাল ৭টায় যাত্রীবাহী বাস ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জনের মৃত্যু হয়েছে।
এঘটনায় আহত হয়েছে আরো ১০জন। দূর্ঘটনা ঘটেছে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গাইল্লা নামে পাহাড়ী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে। নিহতদের মধ্যে রয়েছে লোহাগাড়া উপজেলার আরাফাত (২১), রিফাত(১৯), নাজিম উদ্দিন (২৮), জিসান হোসেন (২২) ও সাতকানিয়ার ছিদ্দিক (২০)। আহত ১০জনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার পর ৬জনকে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। নিহতরা স্বজনদের সাথে ঈদ উদ্যাপনের জন্য উখিয়া হতে নিজ নিজ বাড়ি ফিরছিল। পথেই প্রাণ হারান তারা।
গত ১এপ্রিল মঙ্গলবার সকাল বেলা একই স্থানে ২ মাইক্রোবাস খাদে পড়ে আহত হয়েছে ৭জন। ২এপ্রিল বুধবার সকাল সোয়া ৭টায় একই স্থানে চট্টগ্রাম শহরমুখী বাসের সাথে বিপরীতমুখী মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে। এঘটনায় ১০জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আহত হয়েছে ৬জন। এদূর্ঘটনায় হতাহতরা প্রায় সবাই কুষ্টিয়া থেকে কক্সবাজারের উদেশ্যে রওনা দেয়। পথে ঘটনাস্থলে দূর্ঘটনার কবলে পড়ে।
অপরদিকে লোহাগাড়া উপজেলা বড়হাতিয়া ইউনিয়নে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান ওমানখান অনিক (২০) নামে এক মোটর সাইকেল আরোহী। গত ১এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় এদূর্ঘটনা ঘটে। অনিক দ্রুত গতিতে মোটর সাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। ফলে ব্রীজের নিচে পড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।