লিটন কুতুবী, কুতুবদিয়া: যিনি স্কুলের প্রধান শিক্ষক তিনি শিক্ষকতার পাশাপাশি স্কুল পরিচালনা কমিটির সদস্য সচিব। যার দায়িত্ব অসীম। কিন্তু এ দায়িত্বের সুবাধে তিনিই কিনা রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায়। বলছি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার মধ্য আলী আকবর ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদু শুক্কুরের কথা।
তার বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি, সদস্য, স্থানীয় মসজিদের ইমাম জনপ্রতিনিধি এবং শিক্ষক,
শিক্ষার্থীদের অভিভাবকরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে ৭৫ জন স্বাক্ষরিত একটি অভিযোগে দেখা যায়, গত ২ নভেম্বর ভোর ৫টায় বিদ্যালয় ও সাইক্লোন সেন্টার সংস্কারের এনজিও সংস্থা ব্র্যাক কাজ করে যাচ্ছিল। ইতিমধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ের উন্নয়ন মূলক কাজে মালামাল না লাগিয়ে অনিয়ম করে অবশিষ্ট মালামাল ভোর রাতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদু শুক্কুরের বাড়িতে নিয়ে যাওয়ার সময় ৩টি লাল গাড়ি ট্রাক ভর্তি করতে দেখে স্থানীয় জনসাধারণ ও মসজিদের মুসল্লীরা আটক করে। এ বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার মোক্তার আহমদকে অবহিত করলে তিনি সরেজমিনে বিদ্যালয় পরিদর্শন করেন। তবে অনিয়ম এবং বিদ্যালয়ের মালামাল প্রধান শিক্ষক নিয়ে যাওয়ার বিষয়ে যতেষ্ট তথ্য প্রমান পেয়েছে বলে তিনি জেলা শিক্ষা অফিসার বরাবরে প্রতিবেদন দাখিল করেন বলে নিশ্চিত করেন।
তাছাড়া, বিদ্যালয় পরিচালনা কমিটির (ম্যানেজিং কমিটি) সভাপতি মাষ্টার সাইফুল্লাহ, সহ সভাপতি স্হানীয় সাবেক মেম্বার জিয়াবুল করিম জানান,ম্যানেজিং কমিটির কাছে ভাউচার না দেখিয়ে ২০১৯-২২-২১ইং অর্থ বছরে সরকারি বরাদ্দ প্রাপ্ত স্লিপ, প্রাক প্রাথমিক ও ক্ষুদ্র মেরামতের বরাদ্দকৃত উন্নয়ন তহবিলের বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ এবং বিদ্যালয় একাউন্টে জমাকৃত ৭৫ হাজার টাকা যার হিসাব-নিকাশ করলে আত্মসাতের সত্যতা পাওয়া যাবে।
অন্যদিকে, শিক্ষার্থীদের ডিজিটাল পাঠদানের অনুদান হিসাবে পাওয়া ল্যাপটপ নিজের ছেলে-মেয়েদের শিক্ষা কাজে ব্যবহার করে পরবর্তীতে ল্যাপটপের কথা জিজ্ঞাসা করলে বাড়ি থেকে চুরি হয়েছে দাবী উক্ত প্রধান শিক্ষক। এলাকার অভিভাবকমহল দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের অপসারণের দাবির পাশাপাশি বিভাগীয় তদন্তের দাবী জানিয়েছেন।
অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদু শুক্কুরের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন , আমি অসুস্থ। কুতুবদিয়াতে এসে কথা বলবো। তিনি এধরনের অনিয়ম দূর্ণীতি করেনি।
কুতুবদিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোক্তার আহমেদ জানান,তদন্ত করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে তদন্ত রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন। তবে এ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে বলে সত্যতা স্বীকার করেন তিনি।




