প্রেস বিজ্ঞপ্তি: আনোয়ারা প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন করেছে । দিবসটি উপলক্ষে সোমবার সন্ধ্যায় চাতরী চৌমুহনীস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এম জসিম উদ্দিন। সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ শেখাবের সঞ্চালনায় বক্তৃতা করেন সাংবাদিক মোহাম্মদ রফিক তালুকদার, সাংবাদিক আব্দুল মান্নান, সাংবাদিক সাদ্দাম হোসেন, সাংবাদিক মঈনুদ্দিন চৌধুরী আলবিন, এম আর মামুন, আব্দুল আজিজ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষন সমগ্র বাঙালি জাতিকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ করেছিল এবং মুক্তির মন্ত্রে উজ্জীবিত করেছিল। এই ভাষন মুক্তিযুদ্ধ চলাকালিন মুক্তিযোদ্ধাদের শক্তি ও সাহস যুগিয়েছিল। যা আজ গোটা বিশ্বে ভাষণটি ঐতিহাসিক ভাষন হিসেবে স্বীকৃত।




