ক্রাইম প্রতিবেদক: আগামী ৭ মার্চের অনুষ্ঠানের পূর্ব প্রস্তুৃতি সভায় না ডাকায় অধ্যক্ষের কার্যালয় ভাংচুর করেছে সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজের ছাত্রলীগের একাংশ।আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এসময় অধ্যক্ষের কার্যালয়ের বাইরে জানালার কাঁচ, ফুলের টবসহ বেশ কিছু সরঞ্জাম ভাংচুর করা হয়।
কলেজ সুত্রে জানা গেছে, আগামি ৭ মার্চ বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দান উপলক্ষে আলোচনা সভা করার কথা ছিলো। ওই সভার প্রস্তুতি পর্যলোচনা করার জন্য ছাত্রলীগ নেতৃবৃন্দকে ডাকে অধ্যক্ষ। মিটিয় চলাকালীন কয়েকজন ছাত্রলীগ কর্মী অধক্ষের রুমে গিয়ে মিটিংয়ে তাদের কেন ডাকা হয়নি জিজ্ঞেস করেন। এসময় তারা অধ্যক্ষের সামনে জানালার কাঁচ, ফুলের টব, চায়ের কাপসহ বেশ কিছু আসবাবপত্র ভাংচুর করেন।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে মহসিন কলেজ ছাত্রলীগের এক নেতা বলেন, ভাই, আহ্বায়ক কমিটির ঘোষণার পর থেকে কলেজে বিশৃঙ্খলা লেগেই আছে। অনুষ্ঠানে কাকে ডাকবে আর কাকে ডাকবে না কলেজ কতৃপক্ষের বিষয়। এটা নিয়ে ঝামেলার কিছু দেখি না। এখন কি বলবো, কে কলেজের ছাত্র কে বহিরাগত চেনা যায় না। কলেজের ছাত্র হয়ে অধ্যক্ষের সামনে যারা এভাবে ভাংচুর করতে পারে তাদের ছাত্রত্ব নিয়ে মনে প্রশ্ন জাগে।
মহসিন কলেজর অধ্যক্ষ মো. কামরুল ইসলাম বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীন কোন্দল নিয়ে সংঘর্ষ হয়েছে। পরে আবার নিজেদের মধ্যে মিটমাট করে নিয়েছে।
চকবাজার থানার ওসি ফেরদৌস জাহান বলেন, ৭ মার্চের অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি সভায় ছাত্রলীগের দুই গ্রুপের হাতািহাতির এক পর্যায়ে অধ্যক্ষের কার্যালয়ের বাইরে ফুলের টবসহ বেশ কিছু আসবারপত্র ভাংচুর করেছে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজ কতৃপক্ষ এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করেনি। তারা বলেছে, দোষীদের শনাক্ত করে পুলিশকে জানাবে। অভিযোগ দায়ের হলে তার ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।




