প্রেস বিজ্ঞপ্তি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, রাউজান থানা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যানের সুযোগ্য সন্তান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে আন্তর্জাতিক কমিটির মহাসচিব, যুদ্ধাপরাধ বিরোধী আন্দোলনের নেতা লেখক-সাংবাদিক শওকত বাঙালি বলেছেন, জননেতা এবিএম ফজলে করিম চৌধুরীর জাদুর পরশে রাউজান স্বপ্নপুরীতে পরিণত হয়েছে।
তিনি বলেন, সারাদেশের মধ্যে রাউজান মডেল উপজেলা। শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি সর্বোপরী মানবিকতার অনন্য উচ্চতায় রাউজানের অবস্থান। এসবই সম্ভব হয়েছে যোগ্য জনপ্রতিনিধির অসাধারণ সব সিদ্ধান্তে। শান্তির চারণভূমি রাউজান মাননীয় প্রধানমন্ত্রীর চোখে অপার বিস্ময়ের নাম।
রাউজানের ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের একটি মসজিদ ও কবরস্থান নিয়ে স্থানীয় গ্রামবাসীর সাথে সৃষ্ট জটিলতা নিরসনে এমপির নির্দেশে গত ২৫ ফেব্রুয়ারি, শুক্রবার, হযরত আলহাজ¦ ওচমান আলী মাস্টার (রহ.) বাড়িতে মীমাংশা বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে সূচনা বক্তব্য দেন অলিমিয়া হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর মোহাম্মদ ইসমাইল।
ওয়েল গ্রুপ (সানজি টেক্সটাইল)-এর জিএম মোহাম্মদ শওকত নোমান বাবু’র পরিচালনায় মধ্যম রূপচান্দনগর গ্রামের বাসিন্দাদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রফেসর মোহাম্মদ আশরাফ উদ্দীন জাবেদ, মসজিদ পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ, বর্তমান সেক্রেটারি নজরুল ইসলাম, সাবেক ইউপি মেম্বার মো. সোলায়মান, সামশুল আলম ও মো. মফিজ মিয়া, বর্তমান মেম্বার আবু তৈয়ব, সমাজসেবী হারুণ অর রশিদ সিকদার, আব্দুল মোতালেব সিকদার, রফিকুল আলম, বজল আহাম্মদ, মোহাং সেলিম, মো. মহিউদ্দিন, মো. এমরান, ইকবাল হোসেন সিকদার, নাজির হোসেন সিকদার, সাখাওয়াত সিকদার, মো. শফিকুর রহমান সিকদার, এম ছরোয়ার কামাল খান, এম. দিদারুল কামাল, আবু তৈয়ব, মো. ফিরোজ আহমদ, মো. জামাল উদ্দিন, মো. আবু তাহের, আবু সুফিয়ান, শওকত আজিম, মো. শওকত নাজিম, শওকত জামান, মো. শওকত হাসান, মুহাম্মদ শওকত আল আমিন, শওকত জালাল, মো. শওকত হাফেজ, কামরুল আলম মিন্টু, নোমান তালুকি, মো. মাসুদ, মো. ইফতেখার হোসেন, মো. সাইদুল, ইয়ার মোহাম্মদ, জাকির হোসেন, অনিক আহমেদ, মো. জাকারিয়া মাসুদ, মো. সোহেল রানা, মো. জিসান, দৌলত খাঁন মুন্না প্রমুখ।
যারা মসজিদ, কবরস্থান এবং রাস্তা নিয়ে রাজনীতি করে এবং নানা অজুহাতে অন্যদের বাধাগ্রস্থ করে তাঁদের ‘হীন’ লোক অভিহিত করে শওকত বাঙালি আরো বলেন, আমাদের প্রত্যাশা নিরাপদ এবং স্বাভাবিক মৃত্যু। আমরা কেউ জানি না আমাদের দাফন কোথায় হবে। অথচ, সেটি নিয়ে কতিপয় অর্বাচিন যুগের পর যুগ সমাজে বিশৃঙ্খলা তৈরি করে আসছিলো। মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে আমাদের সমাজ সঠিক দিক-নির্দেশনা পেলো এবং রাউজানের ধনী-গরীব সকলকে নিয়েই আমরা সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। সমাজে স্বচ্ছল যারা তাদের দায়িত্বের মধ্যে পরে দুস্থ প্রতিবেশির খরবাখবর নেয়া, তাদের সাহায্য সহযোগিতা করা। সকলে মিলে অপরাধমুক্ত সুন্দর পরিচ্ছন্ন রাউজান গড়ে তোলাই এখন আমাদের লক্ষ্য।



