লিটন কুতুবী, কুতুবদিয়া:  কুতুবদিয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে দূর্বৃত্তের হামলায় আহত হয়েছে তিনজন, আহতরা হলেন, বড়ঘোপ পান বাজার এলাকার পান ব্যবসায়ী মোঃ ছোটন (২৩) মোঃ আরাফাতুর রহমান (২১) তারেক রহমান জনি (২২)। আহতদের কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রোগীদের আশংজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। আজ শুক্রবার (২৫ফেব্রুয়ারী) সকাল ১১ টায় বড়ঘোপ বাজারস্হ পান বাজারে মাতবর পাড়ার মোঃ হোছাইনের পুত্র ওয়াহিদুল ইসলাম জিকু থেকে আহত ছোটন বকেয়া টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে জিকু তার আত্নীয়স্বজনকে খবর দিলে ২০/২৫ জন দূবৃত্ত রড,কিরিস, লাটি নিয়ে ছোটনের উপর হামলা চালায়। পাশ্ববর্তী দোকানদার বড়ঘোপ ইউনিয়নের লাল ফকির পাড়ার রেজাউল করিম রাজুর পুত্র তারেক রহমান জনি (২২) তার ছোট ভাই আরাফাতুর রহমান এনি আহত ছোটনকে উদ্ধার করতে গেলে তাদেরকেও মারধর করে গুরুতর জখম করে। অন্যান্য দোকানদার ঘটনাস্হলের দিকে এগিয়ে এলে দূবৃর্ত্তরা পালিয়ে যায়। এ ব্যাপারে আহত ছোটনের মামা মোবারক হোসেন আক্কাস বাদি হয়ে কুতুবদিয়া থানায় লিখিত এজাহার দিয়েছে। ঘটনার বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আমিন কাদের খানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, একটা লিখিত এজাহার পেয়েছেন, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্হা নেয়া হবে।

লিটন কুতুবী, কুতুবদিয়া:  কুতুবদিয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে দূর্বৃত্তের হামলায় আহত হয়েছে তিনজন, আহতরা হলেন, বড়ঘোপ পান বাজার এলাকার পান ব্যবসায়ী মোঃ ছোটন (২৩) মোঃ আরাফাতুর রহমান (২১) তারেক রহমান জনি (২২)। আহতদের কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রোগীদের আশংজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। আজ শুক্রবার (২৫ফেব্রুয়ারী) সকাল ১১ টায় বড়ঘোপ বাজারস্হ পান বাজারে মাতবর পাড়ার মোঃ হোছাইনের পুত্র ওয়াহিদুল ইসলাম জিকু থেকে আহত ছোটন বকেয়া টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে জিকু তার আত্নীয়স্বজনকে খবর দিলে ২০/২৫ জন দূবৃত্ত রড,কিরিস, লাটি নিয়ে ছোটনের উপর হামলা চালায়। পাশ্ববর্তী দোকানদার বড়ঘোপ ইউনিয়নের লাল ফকির পাড়ার রেজাউল করিম রাজুর পুত্র তারেক রহমান জনি (২২) তার ছোট ভাই আরাফাতুর রহমান এনি আহত ছোটনকে উদ্ধার করতে গেলে তাদেরকেও মারধর করে গুরুতর জখম করে। অন্যান্য দোকানদার ঘটনাস্হলের দিকে এগিয়ে এলে দূবৃর্ত্তরা পালিয়ে যায়। এ ব্যাপারে আহত ছোটনের মামা মোবারক হোসেন আক্কাস বাদি হয়ে কুতুবদিয়া থানায় লিখিত এজাহার দিয়েছে। ঘটনার বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আমিন কাদের খানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, একটা লিখিত এজাহার পেয়েছেন, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্হা নেয়া হবে।