মিরসরাই প্রতিনিধি: মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর ব্যবস্থাপনায় মিরসরাই পৌরসভার সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগের ২৬ টি পৌরসভা নিয়ে দূর্যোগে ঝুঁকি হ্রাস বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিভাগের গৃহীত কর্মসূচীর অংশ হিসেবে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের ২৬ টি পৌরসভার প্রতিনিধিদের সমন্বয়ে এমসিআর- ২০৩০ সাইনআপ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাব এর কেন্দ্রীয় সহ-সভাপ তি ও কক্সবাজার পৌরসভার মেয়র মো. মুজিবুর রহমান।
রবিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায কর্মশালায় ম্যাব এর কার্যনির্বাহী সদস্য, চট্টগ্রাম অঞ্চলের সদস্য সচিব ও মিরসরাই পৌর মেয়র মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান সহকারী সাইফুল ইসলামের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভার মেয়র মো. মাহবুবুল আলম। কর্মশালায় ২৬ টি পৌরসভা থেকে আগত সচিব, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, মিরসরাই পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় জাতিসংঘের উদ্যোগে বিশ্বের সকল সিটিতে ২০৩০ সালের মধ্যে দূর্যোগ ঝুঁকি হ্রাস ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার লক্ষ্যে কর্মশালার ট্রেনিং সেশন পরিচালনা করেন সাঈন আপ-২০৩০ বাংলাদেশ এর কনসালটেন্ট এস এম আব্দুর রউফ।



