মিরসরাই প্রতিনিধি: মিরসরাই মাইক্রো-প্রাইভেট কার চালক সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টায় সুফিয়া রোড় নুর জাহান ক্লাবে সংগঠনের সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে সম্পন্ন হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন।
তিনি বলেন, মহাসড়কে গাড়ি চালানোর সময় অবশ্যই আইন মেনে গাড়ি চালানো উচিত। আমাদের মনে রাখতে আমাদের পরিবার আমাদের জন্য ঘরে অপেক্ষা করে। অদক্ষ, নেশাগ্রস্ত, লাইসেন্স ছাড়া গাড়ি চালালে দুর্ঘটনায় হতে পারে। একটি দুর্ঘটনা হতে পারে বহু পরিবারের কান্না।
মিরসরাইয়ে মাইক্রোস্ট্যান্ড স্থাপনের বিষয়ে মেয়র বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের কল্যাণে পূর্বদিকে ফটিকছড়ি, হেয়াকো, রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্পে মিরসরাই পৌরসদর সংযোগস্থলে হবে টার্মিনাল। দুই তিনবছরের মধ্যেই এই কাজ শুরু হবে। এটা হয়ে গেলে এর সুফল পাবে চালকরা।
এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) অলি উল্ল্যাহ, সাংবাদিক নুরুল আলম, মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শাখের ইসলাম রাজু,সাংবাদিক বিপুল দাশ, জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এএসআই (উপ-পরিদর্শক) কাজী নেয়ামত, মিরসরাই পৌরসভার ট্রাফিক সার্জেন্ট আশিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে মিরসরাই থানার ওসি তদন্ত অলি উল্ল্যাহ বলেন, দক্ষ চালক ছাড়া যেন কেউ গাড়ি চালাবেন না। মহাসড়কে নেশাগ্রস্থ এবং অতিরিক্ত গতি নিয়ে গাড়ি চালাবেন না। আপনাদের সকল ধরণের সহযোগিতা করবে মিরসরাই থানা পুলিশ।
আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।



