সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়ায় পরাজিত প্রার্থীর সমর্থকদের দেয়া আগুনে নবনির্বাচিত মহিলা মেম্বারের গোয়ালঘরসহ খড়ের গাদা পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার ( ১৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিতে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ৫নং মাস্টার টি আলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক জানিয়েছেন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও নবনির্বাচিত মহিলা মেম্বার হাসিনা আক্তার জানান, গত নির্বাচনে হেরে যাওয়া মহিলা মেম্বার প্রার্থী রাজিয়া বেগম তাহার দেবর মো,সুমন,মো,হানিফ,আরিফসহ আরো লোকজনকে মিলে গতকাল রাতের আধারে আমার পুরো বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য টিনশেড বেড়ার তৈরি গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয়।আগুনের লেলিহান শিখায় গোয়ালঘরের পাশে অবস্থিত খড়ের গাদা ও বৈদ্যুতিক লাইনগুলো পুড়ে যায়। খবর পেয়ে এলাকার শত শত নারী পুরুষ এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। এ অগ্নিকাণ্ডে আনুমানিক দেড় লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করে আরও বলেন, তারা আমার ক্ষতি করতে পারে,এমন আশংকায় চলতি বছরের জানুয়ারি মাসে থানায় অভিযোগ করেছিলাম কিন্তু কোন কাজ হয়নি।যদি থানা পুলিশ তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিত তাহলে,তারা এমন নাশকতা ঘটানোর সাহস পেত না। এ ঘটনায়ও আমি থানায় অভিযোগ দিব।
অপরদিকে অভিযুক্ত মো,সুমন এর সাথে যোগাযোগ করা হলে উক্ত অগ্নিকান্ডের সাথে তার সংশ্লিষ্টতা নেই জানিয়ে সাংবাদিকদের বলেন,নবনির্বাচিত মহিলা মেম্বার সম্পর্কে আমার খালা হয়।তাহার আচার ব্যবহার পছন্দ হতনা বিধায়, আমি তাহার সাথে কথা বলতাম না।আমি যুবলীগের রাজনীতি করি।এত নোংরামি কাজ আমার কিভাবে করি।এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ওনি।
পশ্চিম ঢেমশা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমন মহিলা মেম্বারের গোয়ালঘরে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।



