দি ক্রাইম,সীতাকুন্ড: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের অন্তর্গত এসকেএম জুটমিল এলাকায় আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করা সহ অবৈধভাবে আলকাতরা ও কালি উৎপাদন করায় এসএস ইন্ডাস্ট্রিজকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বন্ধ করে দেয়া হয়। অভিযানে ৩টি ট্রাক আটক করা হয়।কারখানার মালিক বা ম্যানেজারকে উপস্থিত পাওয়া যায়নি। কারখানায়  ২০/২২ জন শ্রমিক কর্মরত থাকলেও ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে তারা পাহাড়ের দিকে পালিয়ে যায়।
প্রতিষ্ঠানের বাহিরের জমির মালিক হাজী খায়রুল বসর চৌধুরীকে পাওয়া যায়, যিনি স্বীকার করেন বাৎসরিক চুক্তিতে তিনি এসএস ইন্ডাস্ট্রিজকে জমি ভাড়া দিয়েছেন। কোন খোঁজ খবর না নিয়ে বেআইনি কাজে লিপ্ত একটি কারখানাকে জমি ভাড়া দেওয়ায় হাজী খায়রুল বসর চৌধুরীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি বন্ধ করে তালা মেরে দেওয়া হয়।
একই সাথে কদম রসুলের লালবেগ এলাকার Star Lube নামক একটি প্রতিষ্ঠানেও অভিযান পরিচালনা করা হয়। শিপইয়ার্ডে কাঁটার জন্য আনা পুরাতন জাহাজের পোড়া তেল সংগ্রহ করে সেগুলোতে ক্যামিকেল ব্যবহার করে নিম্নমানের মোবিল তৈরি করে প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানেও মালিক বা ম্যানেজার কাউকে পাওয়া না যাওয়ায় কারখানাটি বন্ধ করে তালা মেরে দেওয়া হয়েছে।
May be an image of 6 people, people standing, outdoors and tree
সবশেষে মোবাইল কোর্ট যায় বারো আউলিয়া পেট্রোল পাম্পে। প্রদত্ত জ্বালানি তেল সঠিক পরিমানে দিচ্ছে কিনা- তা পরীক্ষা করতে গিয়ে এই প্রতিষ্ঠানের সবগুলো মেশিনের ওজন সঠিক থাকায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানোর মাধ্যমে অভিযান শেষ হয়।
বিএসটিআই, চট্টগ্রামের দুইজন কর্মকর্তা, সীতাকুণ্ড মডেল থানার একটি দল ও উপজেলা প্রশাসনের একটি দল মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করেন।
দি ক্রাইম,সীতাকুন্ড: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের অন্তর্গত এসকেএম জুটমিল এলাকায় আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করা সহ অবৈধভাবে আলকাতরা ও কালি উৎপাদন করায় এসএস ইন্ডাস্ট্রিজকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বন্ধ করে দেয়া হয়। অভিযানে ৩টি ট্রাক আটক করা হয়।কারখানার মালিক বা ম্যানেজারকে উপস্থিত পাওয়া যায়নি। কারখানায়  ২০/২২ জন শ্রমিক কর্মরত থাকলেও ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে তারা পাহাড়ের দিকে পালিয়ে যায়।
প্রতিষ্ঠানের বাহিরের জমির মালিক হাজী খায়রুল বসর চৌধুরীকে পাওয়া যায়, যিনি স্বীকার করেন বাৎসরিক চুক্তিতে তিনি এসএস ইন্ডাস্ট্রিজকে জমি ভাড়া দিয়েছেন। কোন খোঁজ খবর না নিয়ে বেআইনি কাজে লিপ্ত একটি কারখানাকে জমি ভাড়া দেওয়ায় হাজী খায়রুল বসর চৌধুরীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি বন্ধ করে তালা মেরে দেওয়া হয়।
একই সাথে কদম রসুলের লালবেগ এলাকার Star Lube নামক একটি প্রতিষ্ঠানেও অভিযান পরিচালনা করা হয়। শিপইয়ার্ডে কাঁটার জন্য আনা পুরাতন জাহাজের পোড়া তেল সংগ্রহ করে সেগুলোতে ক্যামিকেল ব্যবহার করে নিম্নমানের মোবিল তৈরি করে প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানেও মালিক বা ম্যানেজার কাউকে পাওয়া না যাওয়ায় কারখানাটি বন্ধ করে তালা মেরে দেওয়া হয়েছে।
May be an image of 6 people, people standing, outdoors and tree
সবশেষে মোবাইল কোর্ট যায় বারো আউলিয়া পেট্রোল পাম্পে। প্রদত্ত জ্বালানি তেল সঠিক পরিমানে দিচ্ছে কিনা- তা পরীক্ষা করতে গিয়ে এই প্রতিষ্ঠানের সবগুলো মেশিনের ওজন সঠিক থাকায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানোর মাধ্যমে অভিযান শেষ হয়।
বিএসটিআই, চট্টগ্রামের দুইজন কর্মকর্তা, সীতাকুণ্ড মডেল থানার একটি দল ও উপজেলা প্রশাসনের একটি দল মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করেন।