মিরসরাই প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান।
উপজেলা সহকারী কমিশনার এসএমএন জামিউল হিকমা সভা পরিচালনা করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ সাহা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার।
আরো উপস্থিত ছিলেন, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, মিরসরাই সরকরি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন, মিরসরাই ডিগ্রি কলেজের প্রভাষক সাইফুল হক সিরাজী, উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক দিদারুল, মিরসরাই ফায়ার সার্ভিস কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
দিবসটি পালন উপলক্ষে সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলো হলো- ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা এক মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা।
২১ ফেব্রুয়ারি সকাল ১০.৩০টায় আলোচনা সভা, দুপুর ২টায় সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, ১ম শ্রেণী থেকে ৩য় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় জাতীয় পতাকা, ৪র্থ থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় শহীদ মিনার ও ৯ম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার বিষয় ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান ।
সভায় সিদ্ধান্ত মোতাবেক উপজেলার স্বাস্থ্যবিভাগ,আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সরকারি বেসরকারি দপ্তর দিবসটি সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে তাদের স্ব স্ব কর্মপরিকল্পনা নির্ধারণ করবে। এছাড়া সঠিক নিয়মে স্ব স্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার নির্দেশনা দেয়া হয়।



