প্রেস বিজ্ঞপ্তি: অধিকারের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবছরের ন্যায় এ-বছরও আজ শুক্রবার (০৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। অধিকারের ফোকাল পার্সন ওসমান জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এডিটর’স ফোরামের সভাপতি মিজানুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী বলেন, আজকে অন্যান্য বিষয় এর সাথে বাংলাদেশের সাংবাদিকতা এবং বাংলাদেশের লেখকরা দাসত্বে শিকলে বন্দী। তারা কেউ দলীয় দাসত্বে কেউ অবৈধ সম্পদ অর্জনে ব্যস্ত। বাংলাদেশের সংবাদপত্র, বাংলাদেশের স্বাধীনতা একশ্রেণীর ওয়াইট কালার মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়ে আছে। এই মাফিয়া চক্রের হাত থেকে বাংলাদেশের সাংবাদিক এবং বাংলাদেশের গণমাধ্যমকে মুক্ত করতে হবে। সাথে সাথে বাংলাদেশের সকল সাংবাদিকদের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং গণমাধ্যমকর্মীদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।
ওসমান জাহাঙ্গীর বলেন, যেখানে গণতন্ত্র থাকে না সেখানে সব অধিকার লঙ্ঘিত হয়। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা রক্ষার্থে গণমাধ্যমকর্মীদের উপর জুলুম নির্যাতন বন্ধ করে তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।
বক্তব্য রাখেন, সাংবাদিক রোকন উদ্দিন, স ম জিয়াউর রহমান, কনজিউমার রাইটস বাংলাদেশ’র ফাউন্ডার কে.জি.এম সবুজ, মানবাধিকার কর্মী নেজাম উদ্দিন ও মীর বরকত হোসেন, গণমাধ্যমকর্মী সুমন বড়ুয়া,গাজী গোফরান, নজিব চৌধুরী, আবুল কাশেম, নূর মোহাম্মদ এবং কবি অবিলাস মাহমুদ ও মোঃ জহির প্রমুখ।




